হঠাৎ সিদ্ধান্ত বদল করল রাজ্য! SSC আবহেই শিক্ষকদের নিয়ে নির্দেশ প্রত্যাহার শিক্ষা দফতরের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি বাতিল ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। সম্প্রতি নিয়োগ দুর্নীতির জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি গিয়েছে প্রায় ২৬০০০ জনের। এই নিয়ে টানাপোড়েন চলছেই। এরই মধ্যে শিক্ষকদের (Teachers) বদলি নিয়ে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর। তুলে নেওয়া হল পূর্বের নির্দেশিকা।

শিক্ষকদের বদলি নিয়ে বড় সিদ্ধান্ত | Teachers Transfer

২০২৩ সালে সারপ্লাস ট্রান্সফারের অধীনে বদলি চালু হয়েছিল। এবার সেই নির্দেশিকা প্রত্যাহার করল শিক্ষা দফতর। উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলিতে ছাত্র এবং শিক্ষকের সংখ্যার অনুপাত ঠিক রাখতে এই সারপ্লাস বদলি চালু করেছিল রাজ্য সরকার। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক মিলিয়ে এখন পর্যন্ত এর আওতায় ৬০৫ জন শিক্ষক-শিক্ষিকাকে বদলি করা হয়েছে।

প্রথম থেকেই এই বদলি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। তাদের অভিযোগ ছিল, প্রশাসনিক বদলির কারণ দেখিয়ে তাদের অনেক দূরে বদলি করা হয়েছে। এবার উত্তপ্ত আবহেই শিক্ষকদের নিয়ে বড় পদক্ষেপ। সূত্রের খবর, এই বদলির অধীনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এতদিন বদলি করা হয়েছে তাদের ফের নিজেদের পুরনো স্কুলে ফেরানো হবে।

শিক্ষক সংগঠনের দাবি, বহু স্কুল শিক্ষকের অভাব থাকা সত্ত্বেও এর আওতায় শিক্ষক শিক্ষিকাদের দুরবর্তী স্থানে বদলি করা হয়েছে। যেখানে ৫০ কিলোমিটারের মধ্যে বলদির নিয়ম রয়েছে সেখানে তাদের ১৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে বদলি করা হয়েছে। যার জেরে তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

আরও পড়ুন: চক্ররেল যাত্রীদের জন্য বড় খবর! এবার কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা! হঠাৎ কী হল?

অনেক শিক্ষকের অভিযোগ, বহু বছর দূরে চাকরি করে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বাড়ির কাছাকাছি বদলি আসার পরও তাদের অন্যত্র বদলি করা হয়েছে। অনেকের দাবি, মেডিক্যাল কারণ দেখিয়ে ১২০ জনকে তাদের না জানিয়েই বদলি করে দেওয়া হয়। সবমিলিয়ে ক্ষোভ বাড়ছিল শিক্ষকদের মধ্যে। এই অবস্থায় সেই বদলির নির্দেশ প্রত্যাহার করা হল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X