বাংলা হান্ট ডেস্কঃ এবছরের মতো শেষ হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। এবার ফল ঘোষণার পালা। আজ,অর্থাৎ সোমবার থেকেই মাধ্যমিকের খাতা চেক করার জন্য পরীক্ষকদের (Teachers) খাতা দেওয়া শুরু হবে। এই খাতা দেখা শুরুর আগেই এসে গেল আরও একটি নতুন বিজ্ঞপ্তি।
রবিবার মাধ্যমিক খাতা দেখলেই ছুটি পাবেন শিক্ষকরা (Teachers)
পর্ষদ সূত্রে খবর ছুটির দিনে অর্থাৎ রবিবার কোনো পরীক্ষক যদি প্রধান পরীক্ষকের (Teachers) কাছে মাধ্যমিকের খাতা জমা দেওয়ার কাজ করেন তাহলে সেই ছুটি তিনি অন্য কোনও কাজের দিনেও নিতে পারবেন। বিজ্ঞপ্তি দিয়ে এবার এমনটাই জানাল মধ্যশিক্ষা পর্ষদ।
জানা যাচ্ছে, অন্যান্য কয়েকটি দিনের সঙ্গে আগামী ২, ৯ এবং ১৬ মার্চ খাতা জমা দেওয়ার তারিখ পড়েছে। আর ওই তিনটি দিনই রবিবার পড়েছে। তবে কোনও পরীক্ষক যদি মনে করেন তাহলে ওই তিন দিনের মধ্যে কোনও এক দিন বা তিন দিনই খাতা জমা দেওয়ার কাজ করতে পারেন।
আরও পড়ুন: ডাক্তারদের সাসপেনশন বাতিল! স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় বড় ঘোষণা মমতার
ছুটির দিনে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ করলে তাঁরা পরবর্তী যে কোনও কাজের দিনে সেই ছুটি নিতে পারবেন। নির্দিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা এই ছুটি মঞ্জুর করবেন। তবে ছুটির দিনেও তিনি যে খাতা দেখার কাজ করেছেন তার জন্য প্রধান পরীক্ষকের কাছ থেকে উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে হবে ওই পরীক্ষককে।
প্রসঙ্গত মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, গতবছরের তুলনায় এবছর মাধ্যমিকে মোট ৬২ হাজার জন পরীক্ষার্থী বেড়েছে। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩ জন ছাত্র এবং ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী রয়েছেন। এবারও মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা বেশি। এবার রাজ্যের মোট ২,৬৮৩টি স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে।