বাংলা হান্ট ডেস্ক: গত ৯ মার্চ নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী হয়েছে টিম ইন্ডিয়া। সবথেকে উল্ল্যেখযোগ্য বিষয় হল, তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এমতাবস্থায়, এই ঐতিহাসিক জয় উদযাপন করতে, এবার BCCI (Team India-BCCI) পুরো দলের ওপর রীতিমতো টাকার বৃষ্টি ঘটাচ্ছে। বৃহস্পতিবার বোর্ড খেলোয়াড় এবং কোচিং স্টাফ সহ এই টুর্নামেন্টের সাথে যুক্ত প্রত্যেক সদস্যের জন্য মোট ৫৮ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে। ইতিমধ্যেই BCCI তার বিবৃতিতে, টুর্নামেন্ট চলাকালীন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রোহিত শর্মা সহ সমস্ত খেলোয়াড়ের প্রশংসা করেছে।
বড় চমক BCCI (Team India-BCCI)-র:
কী জানিয়েছে BCCI: এই পুরস্কার ঘোষণা করতে গিয়ে BCCI (Team India-BCCI) একটি বিবৃতি জারি করেছে। যেখানে বলা হয়েছে, “অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারত টুর্নামেন্টে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। চারটি শক্তিশালী জয় নিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটের জয় দিয়ে অভিযান শুরু করে দলটি। এরপর পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ জয়। নিউজিল্যান্ডকে ৪৪ রানে পরাজিত করে তারা তাদের গতি বজায় রাখে এবং অবশেষে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করে।”
বোর্ড তার বিবৃতিতে আরও বলেছে, “ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ জয়ের পরে টিম ইন্ডিয়ার জন্য ৫৮ কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করতে পেরে BCCI (Team India-BCCI) খুশি। খেলোয়াড়, কোচিং ও সাপোর্ট স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের সম্মান জানাতে এই পুরস্কার ঘোষণা করা হচ্ছে।” অর্থাৎ, এই পুরস্কারের অর্থ তাঁদের সবার মধ্যে ভাগ করা হবে। তবে কাকে কত টাকা দেওয়া হবে তা জানায়নি বোর্ড।
আরও পড়ুন: IPL-এর আগেই BCCI-এর কাছ থেকে বড় ধাক্কা পেলেন কোহলি! ব্যাপারটা কী?
এদিকে, BCCI-র প্রেসিডেন্ট রজার বিনি বলেছেন, “লাগাতার ICC শিরোপা জেতা খুবই বিশেষ বিষয় এবং বিশ্ব মঞ্চে এই পুরস্কার টিম ইন্ডিয়ার উৎসর্গ এবং শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়। নগদ পুরস্কার হল পর্দার আড়ালে থাকা সকলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। ICC অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জয়ের পর এটি ২০২৫ সালে আমাদের দ্বিতীয় ICC ট্রফি এবং এই বিষয়টি আমাদের দেশে আমাদের যে শক্তিশালী ক্রিকেট ইকোসিস্টেম রয়েছে তা প্রতিফলিত করে।”
আরও পড়ুন: জলে গেল চিন-পাকিস্তানের স্বপ্নের প্রকল্প! অন্যদিকে ভারত যা করল…..জানলে হবেন খুশি
T20 বিশ্বকাপ জয়ে ১২৫ কোটি টাকা দেওয়া হয়: জানিয়ে রাখি যে, গত বছর ভারতীয় দল দীর্ঘ ১৭ বছর পর T20 বিশ্বকাপ জিতেছিল। সেই সময়েও, BCCI (Team India-BCCI) টিম ইন্ডিয়ার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য তার কোষাগার পুরোপুরি উপুড় করে দিয়েছিল। বোর্ড রোহিত শর্মার নেতৃত্বাধীন ওই দলের জন্য ১২৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল। সেই পুরস্কার সমস্ত খেলোয়াড়, নির্বাচক, কোচ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে বিতরণ করা হয়েছিল।