বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় বোলারদের অবিস্মরণীয় পারফরম্যান্স। রায়পুরের মাটিতে মাত্র ১০৯ রানে নিউজিল্যান্ডকে অলআউট করে দিল ভারতীয় বোলাররা। টসে জিতে কিছুক্ষণের জন্য রোহিত শর্মা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। বুঝে উঠতে পারছিলেন না যে তারা কি পরিকল্পনা করে রেখেছেন এবং সেই অনুযায়ী ভারতীয় দলের জন্য কি সিদ্ধান্ত নেওয়া উচিত। পরে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন।
সেই সিদ্ধান্তকে পুরোপুরিভাবে সঠিক প্রমাণ করে দেন সিরাজ এবং শামি। প্রথম ওভারটিই মেডেন উইকেট ওভার করেন বাংলার হয়ে খেলা তারকা পেসার। এরপর সিরাজ ফেরান হেনরি নিকলসকে। শামি এরপর নিজের প্রথম স্পেলে ড্যারেল মিচেলের ক্যাচ ধরেন নিজের বলেই। মাত্র দশ রানের মধ্যে ৩ উইকেট হারান কিউয়িরা।
সিরাজ এবং শামি দুজনকেই ৪ ওভারের ছোট ওপেনিং স্পেল দিয়েছিলেন রোহিত। এরপর তিনি আক্রমণে আনেন শার্দূল ঠাকুর এবং হার্দিক পান্ডিয়াকে। তারাও হতাশ করেননি। দুজনেই নিজেদের প্রথম স্পেলে একটি করে উইকেট তুলে নেন।
ব্রেসওয়েল (২২) এবং গ্লেন ফিলিপ্স এরপর কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তো নিজের দ্বিতীয় স্পেলে ফিরে গত ম্যাচের কিউয়ি ট্র্যাজিক নায়কের উইকেট তুলে নেন শামি। এরপর স্যান্টনার (২৭) ও ফিলিপ্স নিউজিল্যান্ডকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। কিন্তু তারপর হার্দিক পান্ডিয়া, স্যান্টেনারকে বোল্ড করে সেই পার্টনারশিপটি ভেঙ্গে দেন।
বাকি কাজ করে দেন দলের স্পিনাররা। নিউজিল্যান্ডের শেষ তিনটি উইকেট তুলে নেন কুলদীপ এবং ওয়াশিংটন। সর্বোচ্চ ৩৬ রান করেছেন গ্লেন ফিলিপ্স। দলের মাত্র ৩ ব্যাটার ব্যক্তিগত রানের বিচারে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন। ভারতীয় দলের হয়ে ৬ ওভারে ১টি মেডেন সহ ৩টি উইকেট নিয়েছেন শামি। ২ টি করে উইকেট পেয়েছেন হার্দিক ও ওয়াশিংটন। বাকিরা ১টি করে উইকেট পেয়েছেন।