দলে মাত্র এই দুটি পরিবর্তন করলেই জয়ে ফিরবে ভারত, মত প্রাক্তন ভারতীয় কোচের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচই হারের মুখ দেখেছে রিশভ পন্থের ভারতীয় দল। ইতিমধ্যেই রিশভ পন্থের অধিনায়কত্ব সমালোচনাও শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে বিশ্রী ভাবে হারের পরও দলের বোলিংয় কম্বিনেশনে কোন পরিবর্তন আনেন নি তিনি। এবার তাকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জায় বাঙ্গার।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হারলেই ঘরের মাঠে সিরিজ হারের লজ্জা বহন করতে হবে ভারতকে। সেই লজ্জার হাত থেকে বাঁচতে এবং সিরিজের ঘুরে দাঁড়াতে ভারতকে ভাইজাগে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টিতে দুটি পরিবর্তন করতে হবে না বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ। তবে সেই দুটি পরিবর্তনে ভারতীয় বোলিং বিভাগে করতে হবে বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ।

sanjay bangar

২০১৪ সাল থেকে ২০১৯ সাল অবধি টানা 5 বছর ভারতীয় দলের সঙ্গে কাজ করেছিলেন বাঙ্গার। তার মতে বোলিংয়ে বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংকে, আবেশ খানের জায়গায় এবং রবি বিশ্নইকে, অক্ষর প্যাটেলের জায়গায় আনলেই তা ভারতীয় দলকে অনেকটা সুস্থিতি দেবে। আবেশ খান দুটি ম্যাচে একটিও উইকেট তুলতে ব্যর্থ হয়েছেন। অক্ষর প্যাটেল প্রথম ম্যাচে একটি উইকেট পেলেও তার ইকোনমি রেট বেশ উপরের দিকে। তাছাড়া ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের ব্যাটিং দুর্দান্ত হয়েছিল। বিশেষ করে ঈশান কিশান এবং হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিং এর উপর ভর করে ভারত ২০০-র ওপর রান তুলেছিল। সেই ম্যাচেও প্রোটিয়াদের টপঅর্ডার কে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেও মিডল অর্ডারের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ভারতীয় বোলাররা। দক্ষিণ আফ্রিকাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন ডেভিড মিলার এবং রাসি ভ্যান ডার ডুসেন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ও শুরুতে ভুবনেশ্বর কুমার এর বোলিংয়ের দৌলতে বেশ খানিকটা ম্যাচে কখন নিলেও হেনরিক ক্লাসেন পাল্টা আক্রমণ শুরু করতেই তার সামনে অসহায় ভাবে আত্মসমর্পণ করে ভারতীয় বোলিং লাইন আপ।


Reetabrata Deb

সম্পর্কিত খবর