বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) অনেকেই ভারতীয় দলের (Indian Cricket Team) কাছে সবচেয়ে ব্যালান্সড স্কোয়াড বলে দাবি করেছে। ভারতীয় দলের ব্যাটার, স্পিনার, পেসার এবং অলরাউন্ডাররা প্রত্যেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন। সেই জন্যই রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে তারা পরপর পাঁচটি ম্যাচ জিতে এই মুহূর্তে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে রয়েছে। যদিও বাংলাদেশ ম্যাচে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গোড়ালির লিগামেন্টে চোট লাগায় আপাতত তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে দলকে।
কিন্তু এবার তার চোট নিয়ে এলো মারাত্মক আপডেট। জানা গিয়েছিল যে ইংল্যান্ড ম্যাচে তিনি মাঠে থাকবেন না। তবে তাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে ভারতীয় দল আত্মবিশ্বাসী রয়েছে। কিন্তু এটাও ঠিক যে বিশ্বকাপ জয়ের জন্য কোন না কোন সময় গিয়ে রোহিত শর্মার প্রয়োজন পড়বেই এই পেসার অলরাউন্ডারকে।
কিন্তু তাকে নিয়ে সাম্প্রতিক যে আপডেট এসেছে তা অত্যন্ত ভয়ংকর। জানা গিয়েছে হার্দিকের গোড়ালির লিগামেন্টে ‘গ্রেড এ’ মাপের টিয়ার ধরা পড়েছে। এবং এর জন্য শুধুমাত্র ইংল্যান্ড ম্যাচ নয়, এরপর শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও তিনি মাঠে নামতে পারবেন না। সবচেয়ে ভালো হয় যদি তাকে গোটা বিশ্বকাপে বিশ্রাম দেওয়া হয়।
আরও পড়ুন: ভয়ে ঠক ঠক করে কাঁপছে পাকিস্তান! ভারতীয় দলই একমাত্র বাঁচাতে পারে বাবরদের
তবে ভারতীয় দল তেমনটা করার ব্যাপারে আগ্রহী নয় বলেই জানা গিয়েছে। টুর্নামেন্টের শেষের দিকে প্রয়োজনে ব্যথার ইনজেকশন নিয়েও মাঠে নামবেন হার্দিক। আপাতত সূত্র মারফত পাওয়া খবর থেকে এটুকুই জানা গিয়েছে। বাংলাদেশ ম্যাচে নিজের বোলিংয়ে ফলো শুরুতে একটি বল পা দিয়ে আটকানোর চেষ্টা করতে গিয়ে তার গোড়ালি মচকে গিয়েছিল। তবে তখন ধারণা করা যায়নি যে তার চোট এতটা গুরুতর হতে পারে।
আরও পড়ুন: চাপে রোহিত ও কোহলি! বিশ্বকাপের মাঝেই তাদের অনেক পেছনে ফেললেন অবসর নিতে চলা এই তারকা
তিনি দলে না ফেরায় আশা করা যায় আপাতত সূর্যকুমার যাদব এবং মহম্মদ শামিকে দিয়েই কাজ চালাবেন রোহিত শর্মা। হার্দিক ফিরলেও শামির খেলার সম্ভাবনা প্রবল। ইংল্যান্ড ম্যাচ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই ম্যাচে জয় পেলে ভারতীয় দলের সেমিফাইনাল খেলাটা নিশ্চিত হয়ে যাবে।