রহিম আলীদের সহজ সুযোগ নষ্টের জের! ফাইনালের আগে সহজ জয় হাতছাড়া ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইন্টার কন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup) গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে ব্যর্থ হলেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। গোটা ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেও একাধিক গোলের সুযোগ নষ্ট করায় শেষ পর্যন্ত ফিফা ক্রমতালিকায় প্রায় সমানে সমানে থাকা লেবাননের বিরুদ্ধে (India vs Lebanon) ম্যাচ জিততে ব্যর্থ হল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। তবে ম্যাচ ড্র হয়ে গেলেও ভারতের মাঝ মাঠের পারফরম্যান্স আজ ভক্তদের খুশি করবে।

অনেকের মতে নিশ্চিতভাবে একের বেশি গোলের ব্যবধানে জেতা ম্যাচ মাঠে ফেলে রেখে এসেছে ভারত। ভারতীয় ফরোয়ার্ডরা, বিশেষ করে রহিম আলী যেভাবে একের পর এক সুযোগ নষ্ট করেছেন তা দেখে একেবারেই খুশি নন ভারতীয় সমর্থকরা। অপরদিকে লেবানন নিজেদের সাধ্যমত চেষ্টা করেছে কিন্তু আজ তারা ম্যাচের সেরা দল ছিল না এটা সকলেই স্বীকার করবেন।

সবুজ মেরুন শিবিরে যোগ দিতে চলা অনিরুদ্ধ থাপা আজ মাঝ মাঠে ছিলেন দূরন্ত। মোহনবাগানের আর এক ফরোয়ার্ড আশিক কুরুনিয়ান নিজের অভ্যস্ত জায়গায় না খেলেও যথেষ্ট পরিশ্রম করেছেন। প্রথমার্ধে চোখে পড়েছে ছাঙতের খেলাও। অপরদিকে ভানুয়াতুর বিরুদ্ধে ম্যাচের শেষ থেকে গোল করে দলকে ম্যাচ জেতালেও এই ম্যাচে সহজ সুনীল ছেত্রীকে বিশ্রাম দিয়েছিলেন ঈগর স্টিম্যাক। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যদিও ম্যাচের ফলের পরিবর্তন করতে পারেননি তিনি আজকে।

ভারত আবার লেবাননের মুখোমুখি হবে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে আগামী রবিবার। সেই ম্যাচে আজকের করা ভুলগুলির পুনরাবৃত্তি করতে চাইবেন না রহিমরা। আজ ডিফেন্সে সন্দেশ ঝিঙ্গান দলকে দায়িত্ব নিয়ে রক্ষা করেছেন। ফাইনালেও একই কাজ করতে চাইবেন তিনি।

ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতে সেই আত্মবিশ্বাস নিয়ে সাফ কাপে পা রাখতে চায় ভারত। সাফ কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারত নিজেদের অভিযান শুরু করবে কিন্তু ভারতের গ্রুপে যে দলগুলি রয়েছে তারা ফিফা ক্রমতালিকায় অনেক পিছিয়ে। ফলে সেখানেও ভালো পারফরম‍্যান্সের প্রত্যাশায় থাকবেন ফুটবলপ্রেমীরা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর