ফের চোট! পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মা? চরম অ্যাকশন নিল BCCI

বাংলা হান্ট ডেস্কঃ ICC T20 বিশ্বকাপ ২০২৪-র সবথেকে বড় হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে আগামীকাল রবিবার। ৯ জুন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে আমেরিকার নিউ ইউর্কে মুখোমুখি হতে চলেছে। আর এই ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে চিন্তায় ফেলেছে রোহিত শর্মার চোট। ভারতের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে আহত হন রোহিত শর্মা। আর সেই নিয়ে ভারতীয় সমর্থকদের মনে উদ্বেগের অন্ত নেই।

বলে দিই, পাকিস্তান এখনও পর্যন্ত এই বিশ্বকাপে একটি ম্যাচ খেলেছে তাও আবার আয়োজক আমেরিকার বিরুদ্ধে। আর সেই ম্যাচ সুপার ওভার পর্যন্ত গড়িয়েছে। শেষমেশ চুনোপুঁটি USA-র বিরুদ্ধে পরাজয়ের মুখোমুখি হয়েছে বাবর ব্রিগেড। এদিকে আফগানিস্তান আবার নিউজিল্যান্ডকে হারিয়ে আরেক অঘটনের সৃষ্টি করেছে এই বিশ্বকাপে।

আর এরই মধ্যে রবিবারের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় দলের জন্য খারাপ খবর এসেছে। জানা যাচ্ছে যে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মা চোট পেলেও তা সেরে উঠেছিল। কিন্তু রোহিত শর্মা এবার অনুশীলনের সময় ফের চোট পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে, পাকিস্তানের বিরুদ্ধে আদৌ মাঠে নামতে পারবেন রোহিত শর্মা? ভক্তদের মনে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে।

অ্যাকশন নিল BCCI

মিডিয়া রিপোর্টস অনুযায়ী, রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আগে অনুশীলন করার সময় ফের আহত হন। এছাড়াও বিরাট কোহলি নিয়েও একটি খবর প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে যে, কোহলিও নাকি পিচের কারণে চোট পেতে পেতে বেঁচেছেন। তবে রোহিত শর্মার চোট কতটা গুরুতর, তিনি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে আদৌ নামতে পারবেন কী না, তা নিয়ে এখনও কিছুই জানা যায়নি। অন্যদিকে এও জানা যাচ্ছে যে, নিউ ইউর্কের পিচ নিয়ে অনেক দলই ICC-কে অভিযোগ করেছে। আর এখন এও শোনা যাচ্ছে যে, BCCI ও নাকি ওই পিচ নিয়ে গুরুতর অভিযোগ করেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর