ঐতিহাসিক রেকর্ড হার্দিকের ভারতের! বিশ্বের কোনও দলের নেই এমন কৃতিত্ব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল আহমেদাবাদের সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচে বড় জয় পেল ভারতীয় দল (Team India)। প্রথমে ভারতীয় ব্যাটারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিলেন নিউজিল্যান্ডের বোলাররা। এরপর ভারতীয় বোলারদের বিরুদ্ধে (India vs New Zealand) কোন প্রতিরোধই গড়ে তুলতে পারলো না কিউয়ি ব্যাটিং লাইন-আপ। ১৬৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ দখল করলো ভারত।

শুভমান গিলের (Shubman Gill) শতরান ও বাকি ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাল ২৩৫ রানের টার্গেট সেট করেছিল ভারত। তারপর ভারতীয় বোলারদের বিশেষ করে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দাপটে পাল্টা লড়াই করার কোনও সুযোগই পায়নি কিউয়িরা।

hardik gill

এতদিন পর্যন্ত কোনও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটি ছিল পাকিস্তানের নামে। ২০১৮ সালের ১ লা এপ্রিল করাচির মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ডটি গড়েছিলো পাক দল। সেবার ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৩ রানের ব্যবধানে হেরেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু পাকিস্তানের গড়া সেই রেকর্ড আছে ভেঙে দিয়েছে না হার্দিক পান্ডিয়ার ভারত (India vs Pakistan)।

এছাড়া কাল ঘরের মাটিতে আরও একটি বিশেষ রেকর্ড করেছে ভারত যা বিশ্বের অন্য কোনও দলের নেই। কাল ঘরের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০ ম্যাচ জেতার রেকর্ড করেছে হার্দিক পান্ডিয়ার ভারত। আজ অবধি ফের অন্য কোনও দল টি-টোয়েন্টি ফরম‍্যাটে নিজেদের দেশের মাটিতে এতগুলি টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি।

নিজেদের দেশে সব থেকে বেশি পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ী দলের তালিকা:-
● ভারত (৫০)
● নিউজিল্যান্ড (৪২)
● দক্ষিণ আফ্রিকা (৩৭)
● অস্ট্রেলিয়া (৩৬)
● ওয়েস্ট ইন্ডিজ (৩৬)

Reetabrata Deb

সম্পর্কিত খবর