ভারতের পথ সুগম করল পাকিস্তান, নিউজিল্যান্ডের হারে লাভজনক অবস্থানে বিরাট বাহিনী

বাংলা হান্ট ডেস্কঃ নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে ভারতকে হারিয়ে বিরাট বাহিনীকে বড় ধাক্কা দিয়েছিল পাকিস্তান। কার্যত পাকিস্তানের দুরন্ত ব্যাটিং এবং বোলিংয়ের সামনে সেভাবে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারতীয় দল। যার ফলে তাদের নেট রান রেটেও যথেষ্ট বড় প্রভাব ফেলেছিল এই হার। শুধু যে তারা ২ পয়েন্ট খুইয়েছিল তাই নয়, তারের নেট রানরেট দাঁড়িয়েছিল -০.৯৭৩ তে। যার ফলে পরবর্তী পর্যায়ের সফর নিয়েও দেখা দিয়েছিল আশঙ্কা। তবে মঙ্গলবার ভারতের কাজ কিছুটা সহজ করে দিল সেই পাকিস্তানই।

মঙ্গলবার বাবররা শারজায় পর্যুদস্ত করেছে নিউজিল্যান্ডকেও। রুদ্ধশ্বাস এই ম্যাচে জয়ের ফলে এই মুহূর্তে একদিকে যেমন সেমি ফাইনাল রাউন্ডে পৌঁছানোর সবচেয়ে বড় দাবিদার হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান, তেমনি ভারতের কাজও অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এখন রবিবার তাদের কেবল হারাতে হবে নিউজিল্যান্ডকে। আর তাহলেই সেমিফাইনালের দৌড়ে অনেকখানি এগিয়ে যাবে ভারত। কারণ তারপর ভারতের লড়াই রয়েছে আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ডের মত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে।

যে ম্যাচগুলিতে সহজেই জয়লাভ করতে পারবে ভারত, তাই এখন লক্ষ্য শুধু নিউজিল্যান্ডকে হারানো। জানিয়ে রাখি, প্রতিটি দল গ্রুপ লীগে সব মিলিয়ে মোট পাঁচটি করে ম্যাচ খেলবে। তাই এখন যে কোন দলের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ১০। ১০ পয়েন্টে দৌড়ে এখন ভারত আর নেই ঠিকই। কিন্তু যদি তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, সে ক্ষেত্রে ৮ পয়েন্ট সংগ্রহ করার পথ অনেকটাই সহজ হয়ে যাবে বিরাট বাহিনীর জন্য। আর অন্যদিকে নিউজিল্যান্ড সর্বোচ্চ ৬ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবেনা।

IMG 20211025 152545

তাই স্বাভাবিক ভাবেই ভারতের গ্রুপ থেকে সেমিফাইনালে পৌঁছাবে ভারত এবং পাকিস্তান। তবে কাজটা মারাত্মক কঠিন হতে চলেছে ভারতের জন্য। কারণ এখনও পর্যন্ত বিশ্বকাপে মাত্র দুবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেতে পেরেছে ভারতীয় দল, তাও সেটা ওয়ানডে ক্রিকেটে। টি-টোয়েন্টি ক্রিকেটের নিরিখে দেখতে গেলে বিশ্বকাপে ভারত দুবার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের, দুবারই পরাজয় স্বীকার করে নিতে হয়েছে তাদের। সাম্প্রতিক ইতিহাস দেখতে গেলেও বলা যেতে পারে বিরাট কোহলির নেমেসিস হলেন উয়িলিয়ামসন। একদিকে যেমন ২০১৯ সালে ভারতের অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছিলেন তারা, তেমনি অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ফাইনালে ভারতকে রুখে দেয় উইলিয়ামসনের দল। তাই কিউইদের বিরুদ্ধে লড়াই মোটেই সহজ হবে না ভারতের জন্য। দুরন্ত ফর্মে থাকা পাকিস্তানের জন্যও কাল লড়াইটা সহজ ছিল না। শোয়েব এবং আসিফ আলীর দুরন্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত তারা জয় পেয়েছেন ঠিকই কিন্তু রাস্তা যথেষ্ট কঠিন করতে কোন খামতি রাখেনি নিউজিল্যান্ডও।

 

Abhirup Das

সম্পর্কিত খবর