বাংলা হান্ট ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে (ICC Ranking) ভারতীয় দল বড় ধাক্কা খেয়েছে। সোমবার বার্ষিক র্যাঙ্কিং আপডেটের পর ভারতীয় দল ODI এবং T20 র্যাঙ্কিংয়ে তাদের প্রথম স্থান ধরে রেখেছে। কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে ঝটকা পেয়েছে টিম ইন্ডিয়া। আপডেটেড র্যাঙ্কিংয়ে, ২০২৪ সালের মে থেকে এখনও পর্যন্ত খেলা প্রতিটি ম্যাচের জন্য ১০০ শতাংশ রেট এবং গত ২ বছরের ম্যাচের জন্য ৫০ শতাংশ রেট দেওয়া হয়েছে।
টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Ranking) ধাক্কা খেল টিম ইন্ডিয়া:
টেস্ট র্যাঙ্কিংয়ে সুবিধা পেয়েছে ইংল্যান্ড: ভারতীয় দল এখন টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Ranking) এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে চলে এসেছে। তবে, বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড একটি বড় লাফ দিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছেছে (প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া)। এক্ষেত্রে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং ভারত উভয়কেই পেছনে ফেলেছে। ইংল্যান্ডের রেটিং পয়েন্ট এখন ১১৩-তে পৌঁছেছে। যেখানে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট হল ১১১ এবং ভারতের রেটিং পয়েন্ট হল ১০৫। এদিকে, টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে, বার্ষিক আপডেটের পর, অস্ট্রেলিয়ার রেটিং নম্বর কমে ১২৬ হয়েছে।
উল্লেখ্য যে, টেস্ট র্যাঙ্কিংয়ে বাকি দলগুলির অবস্থান অপরিবর্তিত রয়েছে। এই তালিকায় নিউজিল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে, শ্রীলঙ্কা ষষ্ঠ স্থানে, পাকিস্তান সপ্তম স্থানে, ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থানে, বাংলাদেশ নবম স্থানে এবং জিম্বাবোয়ে দশম স্থানে রয়েছে। বর্তমানে মাত্র ১০ টি দল টেস্ট র্যাঙ্কিংয়ের (ICC Ranking) জন্য যোগ্য। এই র্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে আয়ারল্যান্ডকে আগামী ১২ মাসের মধ্যে আরও ১ টি টেস্ট খেলতে হবে। আর টেস্ট র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হতে আফগানিস্তানকে আরও ৩ টি ম্যাচ খেলতে হবে।
From Test dominance to ODI and T20I brilliance, the updated ICC Men’s Team Rankings showcase outstanding cricketing feats https://t.co/IVTyPOyLyE
— ICC (@ICC) May 5, 2025
ODI র্যাঙ্কিং: প্রসঙ্গত উল্লেখ্য যে, ODI র্যাঙ্কিংয়ে ভারতের রেটিং পয়েন্ট ১২২ থেকে বেড়ে ১২৪ হয়েছে। এই র্যাঙ্কিংয়ে (ICC Ranking) নিউজিল্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে এক্ষেত্রে টপকে গিয়েছে। ওই দল এখন তৃতীয় স্থানে রয়েছে। এদিকে, শ্রীলঙ্কা চতুর্থ স্থানে রয়েছে, যেখানে পাকিস্তান এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা এক ধাপ নেমে ষষ্ঠ স্থানে রয়েছে এবং আফগানিস্তান ৪ ধাপ এগিয়ে সপ্তম স্থানে রয়েছে। এছাড়াও, ইংল্যান্ড অষ্টম স্থানে নেমে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ আরও নবম স্থানে ও বাংলাদেশ দশম স্থানে রয়েছে।
আরও পড়ুন: আর থাকবে না পড়শি দেশের অস্তিত্ব? ভারতের সাথে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের অন্দরে শুরু ভয়াবহ যুদ্ধ
T20 র্যাঙ্কিং: ইতিমধ্যেই, ভারত ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে T20 র্যাঙ্কিংয়ের (ICC Ranking) শীর্ষে রয়েছে। তালিকায় অস্ট্রেলিয়ায় রয়েছে দ্বিতীয় স্থানে এবং ইংল্যান্ড রয়েছে তিন নম্বরে। এর পাশাপাশি নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা যথাক্রমে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে। এদিকে, শ্রীলঙ্কা র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। পাকিস্তান রয়েছে অষ্টম স্থানে। এছাড়াও, বাংলাদেশ এবং আফগানিস্তান যথাক্রমে নবম এবং দশম স্থানে রয়েছে।
আরও পড়ুন: “আমাদের সেনাবাহিনী প্রস্তুত”, এবার ভারতের বিরুদ্ধে তোপ দেগে সরাসরি হুমকি পাক উপপ্রধানমন্ত্রীর
জানিয়ে রাখি, এই প্রথমবার বার্ষিক আপডেটের পর ১০০টি দলকে T20 র্যাঙ্কিংয়ে (ICC Ranking) অন্তর্ভুক্ত করা হয়েছে। আপডেটেড তালিকায় গত ৩ বছরে কমপক্ষে ৮ টি আন্তর্জাতিক T20 ম্যাচ খেলেছে এমন সমস্ত দল অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই র্যাঙ্কিং ২০১৯ সালে চালু হয়েছিল। তারপরে ৮০ টি দল এতে অন্তর্ভুক্ত করা হয়।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: