বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। IPL (Indian Premier League)-এর পর্ব মেটার পরেই শুরু হতে চলেছে ক্রিকেটের আরেক মেগা টুর্নামেন্ট T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২ জুন থেকেই ক্রিকেট অনুরাগীরা মেতে উঠবেন T20 বিশ্বকাপের আনন্দে। এদিকে, বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল তার সফর শুরু করবে আগামী ৫ মার্চ।
ওই দিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে রোহিত বাহিনী। তবে, তার আগেই বিরাট চিন্তা থেকে স্বস্তি পেল ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট ভক্তরা। বিগত কিছুদিন ধরেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল চিন্তা। শুধু তাই নয়, T20 বিশ্বকাপ যত এগিয়ে আসছিল ততই যেন চিন্তার ভাঁজ পড়েছিল কপালে। তবে, এবার সেই চিন্তা থেকে মুক্তি দিলেন স্বয়ং ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
কারণ, সাম্প্রতিক দিনগুলিতে IPL-এ তাঁর পারফরম্যান্স খুব একটা নজর কাটতে পারেনি। IPL-এর শুরুর দিকে তিনি কিছুটা ছন্দে থাকলেও টুর্নামেন্টের শেষের দিকে হিটম্যানের ব্যাট থেকে একেবারেই রান আসছিল না। যার কারণে “টেনশন” বাড়ছিল সকলেরই। পাশাপাশি, বিশ্বকাপের আগে তিনি তাঁর ফর্ম ফিরে পাবেন কিনা তা নিয়েও শুরু হয়েছিল উৎকণ্ঠা। শুধু তাই নয়, লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের আগে রোহিত শেষ ৫ ম্যাচে করেছিলেন মাত্র ৫২ রান।
আরও পড়ুন: এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নজর সরকারি তেল কোম্পানিগুলোতে! বড় প্ল্যান আম্বানির
তবে, সমস্ত চিন্তা এবং জল্পনার অবসান ঘটিয়ে লখনউয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে ফের রান এল রোহিতের ব্যাট থেকে। ওই ম্যাচে মুম্বাই হেরে গেলেও ৩৮ বলে ৬৮ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন হিটম্যান। ওই ইনিংসটি সাজানো ছিল ১০ টি চার এবং ৩ টি ছক্কায়। এদিকে, আমরা যদি চলতি মরশুমের IPL-এ রোহিতের সামগ্রিক পারফরম্যান্সের দিকে তাকাই সেক্ষেত্রে তিনি ১৪ টি ম্যাচে করেছেন ৪১৭ রান। যেখানে, তাঁর গড় হল ৩২.০৮। পাশাপাশি, এই টুর্নামেন্টে তিনি একটি সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরিও করেন।
আরও পড়ুন: পুলওয়ামা হামলার পর ব্যবসা প্রভাবিত হওয়ায় ভারতের দিকেই আঙুল তুলল পাকিস্তান! জানাল….
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, T20 বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ভারতীয় দলের। যেখানে সুযোগ পেয়েছেন একঝাঁক নবীন খেলোয়াড়। তবে, দলের অধিনায়কত্বের দায়িত্ব রয়েছে রোহিত শর্মার কাছেই। পাশাপাশি, তাঁকে করতে হবে ওপেনিং। এমতাবস্থায়, রোহিতের ব্যাট থেকে রান আসার বিষয়টি সমগ্র দল এবং ক্রিকেট অনুরাগীদের কাছে যে বড় সুখবর তা আর বলার অপেক্ষা রাখে না।