তৃতীয় টেস্টের আগে চিন্তামুক্ত হল টিম ইন্ডিয়া! অবশেষে সামনে এল বড়সড় “Good News”

বাংলা হান্ট ডেস্ক: ভারত (Team India) এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই এখন রীতিমতো জমে উঠেছে। প্রথম দুই টেস্টের পর ফলাফল এখন ১-১ সমতায় রয়েছে। অ্যাডিলেডে মোহাম্মদ সিরাজ এবং ট্র্যাভিস হেডের মধ্যে উত্তপ্ত বিতর্ক এই সিরিজটিকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। পাশাপাশি, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারতকে ১০ উইকেটে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল।

তৃতীয় টেস্টের আগে চিন্তামুক্ত হল টিম ইন্ডিয়া (Team India):

এদিকে, ওই ম্যাচে টিম ইন্ডিয়া (Team India) একটি বিশেষ কারণে চিন্তিত ছিল। কারণ, দলের অন্যতম প্রধান ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের চোটের আশঙ্কা ছিল। তবে, এখন ভারতের জন্য একটি সুখবর সামনে এসেছে। পাশাপাশি, বুমরাহ কোনও সমস্যা ছাড়াই বোলিং অনুশীলন শুরু করেছেন। সেই ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে।

জানিয়ে রাখি, অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় ইনিংসের বোলিং চলাকালীন এমন একটি সময় এসেছিল যখন অস্বস্তির কারণে মাঝপথে বোলিং বন্ধ করে মাঠে বসেছিলেন বুমরাহ। সেই সময় ভারতীয় দল (Team India) ও অনুরাগীদের উদ্বেগ বেড়ে গিয়েছিল যে, বুমরাহ আবার চোট পেতে পারেন। ফিজিও মাঠে এসে তাঁকে পরীক্ষা করেন। কিছুক্ষণ পর বুমরাহ আবার বল করার জন্য প্রস্তুত হন এবং তাঁর ওভারটি সম্পূর্ণ করেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে, বুমরাহ মাত্র ১ ওভার বল করেছিলেন। সেই সময়ে তাঁকে তাঁর স্বাভাবিক গতিতে বল করতে দেখা যায়নি। এদিকে, গত সোমবারের অনুশীলনেও অংশ নেননি তিনি। সেই কারণে তাঁর চোটকে ঘিরে জল্পনা শুরু হলেও এখন অনুমান করা হচ্ছে যে, বুমরাহ হয়তো ব্রিসবেন টেস্ট খেলতে প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুন: একের পর এক দুর্ধর্ষ পারফরম্যান্স! বুমরাহর কাছ থেকে ICC-র পুরস্কার ছিনিয়ে নিলেন পাকিস্তানের এই বোলার

জসপ্রীত বুমরাহকে নেটে বোলিং করতে দেখা গেছে: উল্লেখ্য যে, ভারতীয় দল (Team India) তৃতীয় টেস্টের জন্য ব্রিসবেনে পৌঁছেছে এবং বৃহস্পতিবারও খেলোয়াড়রা নেটে জোরদার অনুশীলন করছেন। জসপ্রীত বুমরাহকেও সেখানে দেখা যায়। তিনি প্রথমে লেগ ব্রেক বল করেন কিন্তু তারপরে তাঁর স্বাভাবিক রান-আপ দিয়ে বোলিং করেন। এটি ইঙ্গিত দেয় যে বুমরাহ ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে প্রস্তুত।

আরও পড়ুন: টিভিতে ছেলের নাম দেখে চমকে যান বাবা-মা! চার বারের চেষ্টায় UPSC-তে চতুর্থ র‍্যাঙ্ক রামকুমারের

জানিয়ে রাখি, বর্তমান সিরিজে, জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের (Team India) বোলিং আক্রমণে সবচেয়ে সফল হয়েছেন এবং তাঁর ওপর একটি বিশাল দায়িত্ব রয়েছে। মহম্মদ শামির অনুপস্থিতিতে বুমরাহর কাছ থেকে টিম ইন্ডিয়ার অনেক প্রত্যাশা রয়েছে এবং তিনি এখনও হতাশ করেননি। তৃতীয় টেস্টেও তাঁর ভালো পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর