ভারতীয় দলের জার্সির রং বদলের সম্ভাবনা

বাংলা হান্ট ডেস্ক :৩০ জুন বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে ম্যাচ ভারতীয় দলের। ওই ম্যাচে ভারতীয় দলের সদস্যদের গেরুয়া জার্সি পরে মাঠে নামার সম্ভাবনা আছে বলে খবর।
আসলে ইংল্যান্ড এবং ভারত দুই দলের জার্সির রং মিলে যাওয়ায় এই সম্ভাবনা।বিশ্বকাপে মুখোমুখি হওয়া দুই দলের জার্সির রং একরকম হয়ে গেলে একটি দলকে অন্য রংয়ের জার্সি পরে নামতে হবে।
ইংল্যান্ড আয়োজক দেশ হওয়ায়, তারা নিজেদের আকাশী নীল রংয়ের জার্সি পরে খেলতে ই পারে। কিন্তু ভারতীয় দলকে চিরাচরিত নীল জার্সির বদলে গেরুয়া জার্সিতে নামতে হবে সম্মুখ সমরে
b731e images 6 8

গেরুয়া জার্সির ব্যাপারে হয়ত ভারতীয় দল একপ্রকার চমক ই দিতে চাইছে। তাই ভারতীয় দলের কিট স্পনসরের তরফেও এই জার্সি বদলের ব্যাপারে কিছু জানানো হচ্ছে না। জানা গিয়েছে,এই গেরুয়া জার্সির উপর নীল রঙের ডিজাইন থাকবে।

মেন ইন ব্লু- নামে পরিচিত ভারতীয় দলের গেরুয়া জার্সি নিয়েও উত্সাহ বাড়ছে সমর্থকদের মধ্যে। এর আগে কখনও নীল জার্সি ছাড়া দেখা যায়নি ভারতীয় দলকে। কিন্তু এবার হয়ত দেখা যাবে।

সম্পর্কিত খবর