রাহুলের অর্ধশতরান সত্ত্বেও সমর্থকদের হতাশা বাড়িয়ে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হার ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ রানে জয় পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই ম্যাচে বিরাট কোহলি এবং লোকেশ রাহুল মাঠে নামেননি। ম্যাচ জিতলেও সেবার ভারতীয় দলের খেলায় খুব একটা সন্তুষ্ট হতে পারেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মতো ছোট দলের বিরুদ্ধে যতটা দাপট দেখিয়ে ভারতের জয় প্রত্যাশা করেছিলেন তারা, সেই অনুপাতে ফলাফল খুব একটা আশানুরূপ ছিল না। আজ সেই সব ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হতাশা আরও বাড়ালেন।

আজ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানের ব্যবধানে হার স্বীকার করলো রোহিত শর্মা, বিরাট কোহলি হীন ভারত। গত ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করলেও আজ প্রথমে বোলিং করেছিলেন তারা। রোহিত শর্মার অবর্তমানে অধিনায়ক হওয়া লোকেশ রাহুল মোট সাতজন ভারতীয় বোলারকে দিয়ে আজ বল করিয়েছেন। মোট চারজন পেসার এবং তিনজন স্পিনার আজকের ম্যাচে হাত ঘুরিয়েছেন আছেন।

পাওয়ার প্লে থেকেই ভারতীয় বোলারদের ওপর আক্রমণ শুরু করেছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। প্রথম ৬ ওভারে মাত্র ১ উইকেট খুঁইয়ে ৫৪ রান তোলে তারা। সেই ছন্দেই তারা এগোচ্ছিল এবং আরও বেশি রানও তুলতে পারতেন তারা। কিন্তু অশ্বিন নিজের শেষ ওভারে একসাথে ৩টি উইকেট তুলে রানের গতিতে কিছুটা লাগাম লাগানো এবং শেষপর্যন্ত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে। নিজেদের ৪ ওভারে যথাক্রমে ৩২ ও ২৭ রান দিয়ে ৩টি ও ২টি করে উইকেট তোলেন অশ্বিন ও হর্ষল প্যাটেল। ৩ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন অর্শদীপ।

Ravi Ashwin

 

রান তাড়া করতে নেমে আজ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ভারতীয় ব্যাটিং লাইনআপ। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান লোকেশ রাহুল। কিন্তু তা যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত তিনি ৪৩ বলে নিচের অর্ধশতরান সম্পূর্ণ করেন। ৫৫ বলে ৭৪ রান করে আউট হন তিনি। ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৩২ রানের বেশি তুলতে পারেনি।

আজ বিরাট কোহলি এবং রোহিত শর্মার পাশাপাশি ভারতীয় মিডল অর্ডারে ছিল না সূর্যকুমার যাদবের উপস্থিতি। অনুপস্থিতিতে চূড়ান্ত ব্যর্থ হার্দিক (১৭), হুডা (৬), কার্তিকদের (১০) দিয়ে তৈরি মিডল অর্ডার। লোকেশ রাহুল সাধারণত একটু ধীরস্থির গতির ব্যাটার। রিশভ পন্থ (৯) আজকেও ওপেন করতে নেমে ব্যর্থ হওয়ায় কার ওপর চাপ অত্যন্ত বেড়েছিল। ইনিংসের প্রথম ৩৯ বলে ৩৯ রান করার পর শেষ ১৬ বলে ৩৫ রান করেন রাহুল। ভারতের ব্যাটিং নিয়ে চিন্তা তো রয়েইছে, সঙ্গে আজ ভারতীয় বোলাররা শেষ পাঁচ ওভারে ৫ উইকেট তোলা সত্ত্বেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ঐসময় ৪১ রান তুলেছিল। ফলে ডেথ বোলিং নিয়েও চিন্তা আজকের ম্যাচের পর কাটলো না।

Reetabrata Deb

সম্পর্কিত খবর