ঝুঁকেগা নেহি সা*! সিরিজ জয়ের পর জনপ্রিয় পুষ্পা সিনেমার আদলে সেলিব্রেশন অজিদের! ভাইরাল ভিডিও….

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতকে পরাস্ত করে ওডিআই সিরিজ জয় করেছে অস্ট্রেলিয়া। এর আগে বর্ডার-গাভাস্কার ট্রফির লড়াইয়ে চার ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া মাত্র একটি টেস্ট জিততে পেরেছিল এবং ভারত ২-১ ফলে সিরিজ জিতে নিয়েছিল। ওডিআই সিরিজেও প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারের মুখ দেখতে হয়েছিল। কিন্তু তারপর স্টিভ স্মিথের (Steve Smith) নেতৃত্বে অস্ট্রেলিয়া দল অসাধারন ভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং সিরিজ পকেটে ভরে নিয়েছে।

বিশাখাপত্তনমে ১০ উইকেটে জেতার পর কাল অস্ট্রেলিয়া কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল চেন্নাইয়ের পিচে। একসময় মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার স্কোর ২০০ রানের গণ্ডিও ছাড়াতে পারবে না। কিন্তু সেখান থেকে লোয়ার অর্ডারের দুর্দান্ত লড়াইয়ে ভর করে তারা ভারতের সামনে ২৭০ রানের টার্গেট রাখে। অসাধারণ বোলিং করে ৩ টি করে উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া।

   

team india vs australia

পর রান তাড়া করতে নেমে ভারতের ওপেনাররা অর্থাৎ অধিনায়ক রোহিত এবং শুভমান দুর্দান্ত শুরু করলেও তারা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ধৈর্যশীল ব্যাটিং করে বিরাট কোহলি অর্ধশতরান করেন। কিন্তু ম্যাচ যত এগোতে থাকে চেন্নাইয়ের পিচ ততই মন্থর হয়ে পড়তে থাকে এবং বড় শট খেলা, ব্যাটারদের পক্ষে মুশকিল হয়ে যায়। এভাবে লোকেশ রাহুল, কোহলি ও হার্দিক নিজের উইকেট হারান। খাতা খোলার আগেই শূন্য রানে ফের একবার আউট হয় ড্রেসিংরুমে ফেরেন সূর্যকুমার। অক্ষর ও জাজেদাও কিছু করে দেখাতে পারেননি। ভারতকে হার মানতে হয়েছে ২১ রানের ব্যবধানে।

স্টিভ স্মিথ নিজে ব্যক্তিগতভাবে ব্যর্থ হলেও তার অধিনায়কত্ব সকলের প্রশংসা করিয়েছে। শেষ চার বছরে অস্ট্রেলিয়ায় এমন দল যারা পরপর দুয়ার ভারতের মাটিতে ওডিআই সিরিজ জিততে পেরেছে। ওডিআই সিরিজ সেরা ট্রফিটি নিয়ে ছবি তোলার সময় তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা’-র মূল চরিত্র আল্লু অর্জুনের একটি জনপ্রিয় ভঙ্গি নকল করে সেলিব্রেট করেন ওয়ার্নার, যে ছবিটি এখন ভাইরাল হয়েছে।

দুর্ভাগ্যবশত ওই ঘটনার ভিডিও সামনে এলেও সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিওটি কপিরাইট স্ট্রাইকের কারণে ডিলিট করে দেওয়া হয়েছে। তাই শুধুমাত্র কভার ছবিতেই ওই সময়ের ডেভিড ওয়ার্নারের উদযাপনের ছবিটি দেওয়া গেল। কাল ওয়ার্নার নিচে ২৩ রানের একটা উপযোগী ইনিংস খেলেছিলেন কিন্তু বড় রান করতে ব্যর্থ হন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর