অপেক্ষার অবসান, Adidas প্রকাশ করলো ভারতীয় দলের ৩ ফরম্যাটের ৩ জার্সি! কবে থেকে কিনতে পারবেন?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র ১ সপ্তাহ। তারপরেই ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে আরম্ভ হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব দখলের লড়াই। ৭ই জুন থেকে ইংল্যান্ডের ওভালে দুই দল এই শিরোপা দখলের লড়াইয়ে মুখোমুখি হবে। সেই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে অনেক আগে থেকেই। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Team India) কিছুদিন আগেই দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪ ম্যাচের বর্ডার-গাভাস্কর সিরিজে হারিয়েছে। তবে সেই সিরিজ এবং ফাইনালের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

তবে সেই গুরুত্বপূর্ণ ফাইনাল খেলতে নামার আগে মাঠের বাইরে একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছে ভারতীয় দল। আপাতত ভারতীয় দলের সঙ্গে জড়িত প্রত্যেকেরই আইপিএল খেলে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। পুরোদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি শিবির। স্টার্ক, হ্যাজেলউডদের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চায় না রোহিত, বিরাটরা।

সকলেই জানেন যে বাইজুস, এমপিএল এবং কিলার জিন্সের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের যুক্তি শেষ হয়ে গিয়েছিল এবং তারা নতুন স্পন্সর খুঁজছিল ভারতীয় জার্সির জন্য। কিছুদিন আগেই প্রকাশ করা হয় যে জনপ্রিয় সংস্থা অ্যাডিডাস ভারতীয় দলের পরবর্তী স্পন্সর হতে চলেছে। আজ সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় দল আগামীতে যে জার্সিগুলি গায়ে চাপিয়ে ২২ গজ দাপাতে নামবে ডিজাইন আজ প্রকাশ্যে আনলো অ্যাডিডাস।

ভারতীয় দলের ওডিআই জার্সিটি হালকা নীল রঙের এবং টি-টোয়েন্টি জার্সিটি হয়েছে একটু গাঢ় নীল রঙের। ২ জার্সির ডিজাইনও কিছুটা ভিন্ন। অ্যাডিডাসের ট্রেডমার্ক মেনে কাঁধের কাছে রয়েছে তিন লাইনের বর্ডার যা সীমিত ওভারের জার্সিগুলির ক্ষেত্রে সাদা রংয়ের। এছাড়া ওই জার্সি দুটিতে ইন্ডিয়া কথাটি লেখা রয়েছে কমলা অক্ষরে। টেস্ট জার্সির ক্ষেত্রে কাঁধের তিন বর্ডার এবং ইন্ডিয়া কথাটি লেখা রয়েছে দিক নীল রঙের ব্যবহারে। আগামী ৪ ঠা জুন থেকে ভারতে অ্যাডিডাসের স্টোরগুলিতে এই জার্সিগুলি চলে আসবে। সমর্থকরা চক্রবর্তী উপযুক্ত মূল্যের বিনিময় তখন এই জার্সিগুলি কিনে নিতে পারবেন

ফাইনালের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঈশান কিষান (উইকেটরক্ষক), শ্রীকর ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনদকাট

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর