নেদারল্যান্ডস ম্যাচ কেবল নিয়মরক্ষা! সেমিতে এইভাবে বিপক্ষকে উড়িয়ে দিতে বিশেষ পরিকল্পনা কোহলিদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) দেশের মাটিতে আয়োজিত এই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছে। কোন প্রতিপক্ষই তাদের বিরুদ্ধে এখন অবধি এই বিশ্বকাপে (2023 ODI World Cup) কোনও সমস্যা তুলে ধরতে পারেনি। ভারতীয় দলের এখনো লিগ পর্বে একটি নিয়মরক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়া বাকি রয়েছে।

তবে বিশ্বকাপের সেই ম্যাচের চেয়ে এখন সেমিফাইনাল নিয়েই বেশি চিন্তিত ভারত। খুব সম্ভবত বিশ্বকাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতে চলেছে নিউজিল্যান্ড। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে সেমিফাইনালে যাদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দলে। চলতি বিশ্বকাপে যদিও নিউজিল্যান্ডকে ইতিমধ্যে লিগ পর্বের ম্যাচে হারিয়েছে ভারত।

কিন্তু সেমিফাইনালে লড়াইটা ভিন্ন। টস খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারত এবং নিউজিল্যান্ড শেষ পর্যন্ত সেমিফাইনালে মুখোমুখি হলে পিচের পরিস্থিতি অনুযায়ীটা আসছে তো সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কারণ চলতি টুর্নামেন্টে এখনো অবধি দেখা গিয়েছে মুম্বাইয়ের ওই স্টেডিয়ামের পিচ ব্যাটারদের একটু বেশি সাহায্য করছে।

আরও পড়ুন: জোড় করে কোহলির কাছ থেকে দায়িত্ব কেড়ে নিয়ে রোহিতকে দিয়েছিলেন! স্বীকার করলেন সৌরভ

সেক্ষেত্রে ভারতীয় দল রান তাড়া করে জিততে অত্যন্ত বেশি পারদর্শী হলেও শেষ তিন ম্যাচের ধারা মেনে হয়তো রোহিত শর্মা টস জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নেবেন। ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বোলিং করে ভারতীয় বোলারদের যা পারফম‍্যান্স, তা রোহিত শর্মাকে এই সিদ্ধান্ত নিতে ভরসা দেবে।

আরও পড়ুন: ধোনি ও কোহলিকে পেছনে ফেলেছেন! কিন্তু সচিনকে টপকাতে ব্যর্থ হলেন শুভমান গিল

তবে পাকিস্তানের এখনো যাবতীয় সুযোগ শেষ হয়ে যায়নি। আজকে প্রথমে ব্যাট করে যদি ইংল্যান্ডকে ২৮৭ রানের ব্যবধানে হারাতে পারেন বাবর আজমরা, তাহলে নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে তারাই পৌঁছবে এবং সেক্ষেত্রে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর