জেতা ছাড়া আর নেই উপায়! তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন বড় পরিবর্তন, সামনে এল আপডেট

বাংলা হান্ট ডেস্ক: ভারত (Team India) ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি ব্রিসবেনের গাব্বাতে খেলা হবে। এই একই মাঠে গতবার টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ৩১ বছর পর হারিয়েছিল। কিন্তু এবার ভারতীয় দলের সামনে আলাদা চ্যালেঞ্জ রয়েছে। অ্যাডিলেড টেস্টে ১০ উইকেটে জয়ের পর অস্ট্রেলিয়া দল এখন চরম আত্মবিশ্বাসী রয়েছে। অন্যদিকে, টিম ইন্ডিয়ার ব্যাটারদের টপ অর্ডার ক্রমশ ব্যর্থ হচ্ছে। এমতাবস্থায়, গাব্বা টেস্টে ভারতীয় দলের জেতার ক্ষেত্রে অধিনায়ক রোহিত শর্মাকে প্লেয়িং ইলেভেনে বড় ধরণের পরিবর্তন আনতে হবে।

কেমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন (Team India):

এই দুই খেলোয়াড়কে সুযোগ দিতে হবে: অ্যাডিলেড টেস্টে টিম ইন্ডিয়ার (Team India) প্লেয়িং ইলেভেনে এসেছিল পরিবর্তন। ওয়াশিংটন সুন্দরের জায়গায় পিঙ্ক বলের টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে সুযোগ দেওয়া হয়েছিল। এছাড়াও, শুভমান গিল এবং রোহিত শর্মাও দ্বিতীয় টেস্টে এন্ট্রি নিয়েছিলেন।

তবে, এখন যা পরিস্থিতি তাতে রোহিত শর্মার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে গাব্বা টেস্টের প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়া উচিত। কারণ, গাব্বা টেস্টে এই খেলোয়াড়ের রেকর্ড বেশ চমৎকার। গতবার, ওয়াশিংটন সুন্দর বল এবং ব্যাট উভয়েই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে টিম ইন্ডিয়ার (Team India) জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আরও পড়ুন: ইতিহাস তৈরির পথে ISRO! সফল হল CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষা, গগনযান মিশনে হবে ব্যবহার

এদিকে, ফাস্ট বোলার হর্ষিত রানাকে তৃতীয় টেস্ট ম্যাচ থেকে বিশ্রাম দিতে হবে। অ্যাডিলেড টেস্টে হর্ষিতের পারফরম্যান্স বিশেষ কিছু ছিল না এবং তিনি সবচেয়ে বেশি রানও দিয়ে ফেলেছিলেন। এমন পরিস্থিতিতে এখন অধিনায়ক টিম ইন্ডিয়ার (Team India) রোহিতের উচিত প্লেয়িং ইলেভেনে আরেক ফাস্ট বোলার আকাশ দীপকে অন্তর্ভুক্ত করা।

আরও পড়ুন: আস্ত চুনি খোদাই করে তৈরি! হীরে-পান্না খচিত মুকুট হিন্দু মন্দিরে দান করলেন মুসলিম শিল্পী, জানালেন…..

ওপেনিংয়ে ব্যাট করা উচিত রোহিতের: প্রসঙ্গত উল্লেখ্য যে, অ্যাডিলেড টেস্টে ভারতীয় (Team India) অধিনায়ক রোহিত শর্মাকে ৬ নম্বরে ব্যাট করতে দেখা গিয়েছিল। ওই স্থানে ব্যাট করতে নেমে রোহিত চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। পাশাপাশি, ওপেন করতে দেখা গিয়েছিল কেএল রাহুলকে। তবে তৃতীয় টেস্টে, রোহিতের আবারও যশস্বী জয়সওয়ালের সাথে ইনিংস শুরু করা উচিত। এমনটা হলে তাঁর ব্যাট থেকে ফের ভালো ইনিংস দেখা যেতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর