বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে আজ অর্থাৎ ৯ই জুন থেকে ১৮ই জুন অবধি ওড়িশার ভুবনেশ্বরের মাটিতে “হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপ”-এর (Intercontinental Cup) আসর আরম্ভ হয়েছে। এই প্রতিযোগিতায় ভারত (Indian Football Team) ছাড়া যে দেশগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলো লেবানন, ভানুয়াতু ও মঙ্গোলিয়া। বছর চার পরে ভারতের মাটিতে এই টুর্নামেন্টের আয়োজন হয়েছে।
রাউন্ড রবিন পর্বে একে অপরের মুখোমুখি হওয়ার পর যে দুটি দলের কাছে সবচেয়ে বেশি পয়েন্ট থাকবে তারা ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। এই টুর্নামেন্টে ভারতের প্রতিপক্ষদের দেখার পরেই অনেকে প্রশ্ন তুলেছিলো মঙ্গোলিয়া, ভানুয়াতু এদের মতো দেশের সঙ্গে খেলে ভারতের ফুটবলের কি উন্নতি হবে? ভারতের ফুটবল ফেডারেশন কি সত্যিই ভারতের ফুটবলের উন্নতি চায়?
এই প্রশ্নের কোনও যথার্থ উত্তর দেওয়া হয়তো কারোর পক্ষেই সম্ভব নয়। তবে আজ কলিঙ্গ স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ম্যাচ ভারত নিজেদের অভিযান শুরু করেছে। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে বেশ কিছুটা পিছিয়ে থাকা মঙ্গোলিয়াদের স্বাভাবিকভাবেই হারিয়ে অভিযান শুরু করেছেন সুনীল ছেত্রীরা।
প্রথমার্ধেই ভারতীয় দল এগিয়ে যায় শুরুর দিকে। ম্যাচের ২ মিনিটে সাহাল আব্দুল সামাদ দুর্দান্ত গোল করে ভারতকে লিড এনে দেন। এরপরে ১৪ মিনিট নাগাদ ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লালরিনজুয়েলা ছাঙতে। ভারতীয় দল চাইলে আরো গোল করতে পারতো। কিন্তু দ্বিতীয়ার্ধে বিরক্তিকর ফুটবল খেলে তারা আর গোল করার চেষ্টা করেনি এবং শেষপর্যন্ত ২-০ ফলেই ম্যাচ জেতেন সুনীলরা।
আজ ম্যাচ শুরু হওয়ার আগে ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষদের সম্মান জানায় দুটি ফুটবল দলই। খেলা আরম্ভ হওয়ার আগে কিছুক্ষণ নীরবতা পালন করে দুই দেশের ফুটবলাররা। ভারতের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার ভানুয়াতুর বিরুদ্ধে। নিজেদের থেকে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে এবার আরও বেশি গোলের ব্যবধানে জিততে চাইবে ঈগর স্টিম্যাকের দল। সাত মাস পরে যে এশিয়ান কাপের লড়াইয়ে তারা নামতে চলেছে তার জন্য একটা প্রস্তুতি মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে এই টুর্নামেন্টটিকে।