জয় দিয়েই যাত্রা শুরু সুনীলদের! বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করতে আর কটা ম্যাচ জিততে হবে ভারতকে?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে বিশ্বকাপ ক্রিকেট জ্বরে ভারতবাসী পুরোপুরি কাবু। অপরদিকে নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Football Team) যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করেছে সেটা হয়তো অনেকেরই জানা ছিল না। তবে ২০২৬ বিশ্বকাপ (2026 World Cup) যোগ্যতাঅর্জন পর্বের প্রথম ম্যাচে ভারতীয় ফুটবল খেলবে মুখে হাসি ফোটালেন মোহনবাগানের হয়ে খেলা মনবীর সিং (Manvir Singh)।

ক্রিকেট বিশ্বকাপের মাঝে প্রচারের আলোর আড়ালে কিছুটা নীরবে, নিঃশব্দে বিশ্বফুটবলে ভারতের জয়জাত্রা শুরু হল কাল কুয়েতের জাবার আল আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়ামে। গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে ঈগর স্টিম্যাকের ভারত, কুয়েতকে ১-০ ব্যাবধানে হারিয়ে পুরো ৩ পয়েন্ট ঘরে তুলল।

manvir goal

গতকাল প্রাথমিকভাবে বিরক্তিকর ফুটবল খেলছিল ভারত। সুনীল ছেত্রী ১৮ মিনিট নাগাদ একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট গোলপোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধে নাওরেম মহেশ সিংকে তুলে ছাঙতে-কে মাঠে আনেন ভারতীয় কোচ। উদ্দেশ্য ছিল তরুণ ওই ফুটবলের গতিকে কাজে লাগানো।

সেই পরিকল্পনা সফল হয় ৭৫ মিনিটে। বাঁ উইং দিয়ে বিপক্ষের ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে বক্সের মধ্যে নিখুঁত ক্রস রাখেন ছাঙতে। ঠান্ডা মাথায় বা পায়ে দুর্দান্ত ফিনিশ করে মনবীর সিং ভারতকে জয় এনে দেন। এই জয় যে কতটা গুরুত্বপূর্ণ তা যোগ্যতাঅর্জন পর্বের পরের ম্যাচগুলির ফলাফল দেখলেই বোঝা যাবে।

আরও পড়ুন: আবার বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া! সৌরভের বদলা কি নিতে পারবেন রোহিত?

এই কুয়েত ছাড়া ভারতের গ্রুপে রয়েছে কাতার এবং আফগানিস্তান। পরের ম্যাচে দেশের মাটিতে ভুবনেশ্বরে গতবারের বিশ্বকাপ আয়োজক কাতারের মুখোমুখি হবে ভারত। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৮ গোল করে ম্যাচ জিতেছে তারা। শেষ দুই সাক্ষাতে অবশ্য ভারতীয় দল কাতারের বিরুদ্ধে কেবলমাত্র একটি গোল খেয়েছে। কিন্তু নিজেরা কোনও গোল করতে পারেনি। ডিফেন্সের অসাধারণ পারফরমেন্স ব্যতীত কাতারের বিরুদ্ধে দুটি ম্যাচ থেকে একটি পয়েন্ট উদ্ধারের আশা থাকবে না ভারতের। আর কাতারের বিরুদ্ধে ম্যাচগুলি যদি বাদও দেওয়া হয়, তাহলেও আফগানিস্তান ও কুয়েতের বিরুদ্ধে ম্যাচগুলি থেকে সম্পূর্ণ পয়েন্ট তুলতে হবে ভারতকে। এই পর্ব থেকে গ্রূপের সেরা দুটি দল যাবে পরের রাউন্ডে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর