ভারতীয় দলের জন্য চিন্তার খবর, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বাদ পড়তে পারেন এই ম্যাচ উইনার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমটা একেবারেই ভালো যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম ম্যাচ থেকে শুরু করে টানা ৮ টি ম্যাচে হারের মুখোমুখি হতে হয়েছিল আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দলকে। রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। কিন্তু টিম ডেভিড এবং রিলে মেরডিথ দলে আসার পর পরিস্থিতি একটু ঠিক হয়েছিল। প্লে অফে ওঠার আশা না থাকলেও শেষ কিছু ম্যাচে ভালো ফল করে মরশুম ভালোভাবে শেষ করার চেষ্টা করছিল তারা। কিন্তু ফের একটা খারাপ খবর মুম্বাই ইন্ডিয়ান্স ভক্তদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চোট পেয়ে ছিটকে গেছেন তাদের এক তারকা ক্রিকেটার। যার জন্য কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও হারতে হয়েছে তাদের সম্প্রতি।

মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব চোটের কারণে আইপিএল ২০২২-এর বাকি অংশ থেকে ছিটকে গেলেন। অফিসিয়াল বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। তার বাঁ হাতের কব্জির চোটের কারণে তিনি অনির্দিষ্টকালের জন্য মাঠে নামতে পারবেন না। ৬ই মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে এই চোট পেয়েছিলেন স্কাই। এই চোটের পর তিনি ভারতের হয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে মাঠে নামতে পারবেন কিনা সেই নিয়েও দেখা গিয়েছে অনিশ্চয়তা।

suryakumar yadav

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে সূর্যকুমার যাদবের চোট সেরে উঠতে অন্তত ৪ সপ্তাহ সময় লাগবে। এর মানে সূর্যকুমার যাদব ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৯ই জুন থেকে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ থেকে বাদ পড়তে পারেন। সেই সিরিজে বড় তারকাদের বিশ্রাম দেওয়ার কথা আগেই জানিয়েছে বিসিসিআই। ওই সিরিজে মূলত সূর্যকুমার, শ্রেয়স আইয়ার-রাই দলের প্রধান ভরসা হতেন। তাই নিঃসন্দেহে এই খবর চিন্তার।

চলতি মরশুমটা মুম্বাই ইন্ডিয়ান্সের অত্যন্ত খারাপ কাটলেও সূর্যুকুমার যাদব দুরন্ত ফর্মে ছিলেন। ৮ ম্যাচ খেলে তিনি ৪৩.২৯ গড়ে ৩ টি অর্ধশতরান সহ ৩০৩ রান করেছিলেন। আর কোনও মুম্বাইয়ের ব্যাটার এত ধারাবাহিক ভাবে পারফরম্যান্স দিতে পারেননি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর