বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) রবিবার জানিয়েছে যে, ভারতীয় পুরুষ দল (Team India) এই বছরের শেষের দিকে ৩ টি ODI এবং ৫ টি T20 ম্যাচের আন্তর্জাতিক সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফর করবে। আগামী ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর সাদা বলের ম্যাচ খেলা হবে। ৫০ ওভারের ক্ষেত্রে দিবারাত্রির ম্যাচ হবে। অপরদিকে, T20 ম্যাচগুলি সম্পন্ন হবে রাতে।
ফের অস্টেলিয়া সফরে টিম ইন্ডিয়া (Team India):
অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া: প্রসঙ্গত উল্লেখ্য যে, আসন্ন ২০২৫-২৬ মরশুমে এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ৮ টি রাজ্য এবং অঞ্চলে পুরুষদের আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্পন্ন হবে। ক্যানবেরা এবং হোবার্ট উভয়ই ৫ ম্যাচের T20 সিরিজের সময় আয়োজন করতে প্রস্তুত। ভারত (Team India) এবং অস্ট্রেলিয়া, তার আগে পার্থ, অ্যাডিলেড এবং সিডনিতে ৫০ ওভারের ম্যাচও খেলবে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত ২০২৪-২৫ সালে ৫ টি টেস্টের বর্ডার-গাভাস্কার ট্রফির পরে ফের অস্ট্রেলিয়ায় যাবে। বর্ডার-গাভাস্কার ট্রফির সময় অস্ট্রেলিয়ায় দর্শক সংখ্যার নতুন রেকর্ড তৈরি হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, “আমরা গত গ্রীষ্মে মাঠে উপস্থিতি, টিভির দর্শক এবং ডিজিটাল ক্ষেত্রে দর্শকদের ভিড়ের একাধিক রেকর্ড ভেঙেছি এবং আমরা নিশ্চিত যে এই অবিশ্বাস্য গতি পুরো মরশুম জুড়ে অব্যাহত থাকবে। তিনি আরও জানান, “আমরা আমাদের সমস্ত সরকার, ভেন্যু, সম্প্রচার এবং বাণিজ্যিক অংশীদারদের সহযোগিতা এবং সমর্থনের জন্য অত্যন্ত কৃতজ্ঞ. যারা অস্ট্রেলিয়ার জাতীয় খেলা স্টেডিয়ামগুলিতে দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করে এবং সারা দেশে অংশগ্রহণ নিশ্চিত করে।”
আরও পড়ুন: “শেষ কবে ম্যাচ জিতিয়েছে মনে নেই”, ধোনির “ক্ষমতা” নিয়ে প্রশ্ন তুললেন শেহবাগ, স্পষ্ট জানালেন….
খেলার দিনক্ষণ
ODI সিরিজ:
১৯ অক্টোবর: পার্থ স্টেডিয়াম, পার্থ
২৩ অক্টোবর: অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
২৫ অক্টোবর: এসসিজি, সিডনি
আরও পড়ুন: IPL শুরু হতে না হতেই বিপত্তি! BCCI-র বড়সড় জরিমানার সম্মুখীন হার্দিক পান্ডিয়া
T20 সিরিজ:
২৯ অক্টোবর: মানুকা ওভাল, ক্যানবেরা
৩১ অক্টোবর: MCG, মেলবোর্ন
২ নভেম্বর: বেলেরিভ ওভাল, হোবার্ট
৬ নভেম্বর: গোল্ড কোস্ট স্টেডিয়াম, গোল্ড কোস্ট
৮ নভেম্বর: গাব্বা, ব্রিসবেন