বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি শর্ত অস্ট্রেলিয়া পৌঁছে গেছে ভারতীয় দল। কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, মেডিকেল কর্মী সহ ১৪ জন ভারতীয় খেলোয়াড় উড়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। মুম্বাই থেকে ফ্লাইট ধরে মাটিতে নেমেছেন তারা। ভারতীয় দলকে নিয়ে প্রচুর আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে ভারতীয় সমর্থকদের। সেই সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ভারতীয় ক্রিকেটাররাও।
ভারতের প্রথম ম্যাচ শুরু হতে এখনো দুই সপ্তাহেরও বেশি সময় রয়েছে। চাইলে খুব সহজেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মূল ক্রিকেটারদের খেলিয়ে তারপর অস্ট্রেলিয়া উড়ে যেতে পারতেন রোহিত শর্মারা। কিন্তু বিশ্বকাপের আগে কোনরকম ঝুঁকি নিতে চায়না টিম ম্যানেজমেন্ট।
চোটের জন্য ইতিমধ্যেই ছিটকে গিয়েছে বুমরা এবং জাদেজার মতো তারকা ক্রিকেটাররা ছিটকে গিয়েছেন। শেষমুহূর্তে বুমরাও চোটের জন্য ছিটকে যাওয়ায় আরও সতর্ক হয়েছে টিম ম্যানেজমেন্ট। এইমুহূর্তে বিশ্বকাপের আগে বাকিদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইবে না তারা।
ভারত ১০ এবং ১৩ই অক্টোবর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপর যখন বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্ব চলবে তখন ভারতীয় দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। তারপর ২৩ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আসন্ন বিশ্বকাপে অভিযান শুরু করবে রোহিতরা।
বিশ্বকাপ অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে দলকে খাপ খাইয়ে নিতে চান অধিনায়ক রোহিত শর্মা। দলে একাধিক এমন ক্রিকেটার রয়েছেন যারা এর আগে অস্ট্রেলিয়ায় সিনিয়র পর্যায়ের ক্রিকেট খেলেননি। তাদের কথা ভেবেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এখনও বুমরার পরিবর্ত ঘোষণা করেনি ভারত। আর কিছুদিনের মধ্যেই সেই সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলে জানিয়েছেন রোহিত।