বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় এডিশনের অধীনে ভারত (Team India) এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ চলছে। মূলত, অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলা হচ্ছে। এই সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচে উভয় দলই ১-১ ব্যবধানে জিতেছিল। কিন্তু, তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়।
চতুর্থ টেস্ট জিতবে ভারত (Team India)?
এমতাবস্থায়, আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ খেলা হবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে টিম ইন্ডিয়াকে (Team India)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ভারতের মেলবোর্ন টেস্ট জেতার ক্ষেত্রে ৩ টি বিশেষ কারণ সামনে আসছে। যেগুলি থেকে অনুমান করা হচ্ছে যে, চতুর্থ টেস্টটি হয়ত ভারত জিততে পারে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
Memorable win for #TeamIndia at the MCG. Great team effort and now we have an opportunity to create history at Sydney. Congratulations to each and every member of the team and to our domestic cricket where our cricketers enhance their skills. pic.twitter.com/osU6HHCSQl
— Virender Sehwag (@virendersehwag) December 30, 2018
৩. জোশ হ্যাজেলউড দলের বাইরে যাওয়ার মিলবে সুবিধা: জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জশ হ্যাজেলউড এই টেস্ট সিরিজ থেকে বাদ পড়ায় তা নিঃসন্দেহে স্বস্তির খবর হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের (Team India) জন্য। হ্যাজেলউড বর্তমানে অস্ট্রেলিয়ার দলের সবথেকে উল্লেখযোগ্য উইকেট শিকারী হিসেবে বিবেচিত হচ্ছেন। ব্রিসবেন টেস্টে কাফ মাসলে টানের কারণে তিনি পুরো সিরিজ থেকে ছিটকে যান। এদিকে, হ্যাজেলউড দল থেকে বাদ পড়ায় ভারত বাড়তি সুবিধা পাবে। যেটিকে সঠিকভাবে কাজে লাগালে মেলবোর্ন টেস্ট জেতার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার কাছে।
আরও পড়ুন: নির্বাচনে ট্রাম্প জিতলেও প্রেসিডেন্ট হবেন মাস্ক? তুমুল হইচই আমেরিকায়
২. টিম ইন্ডিয়ার বোলারদের দুর্দান্ত ছন্দ: বর্ডার-গাভাস্কার ট্রফির এই টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটাররা খুব একটা চমক দেখাতে পারেননি। কিন্তু, ভারতীয় বোলাররা বেশ ভালো ফর্মে রয়েছেন। দলের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এখন দুরন্ত ছন্দে রয়েছেন। এর পাশাপাশি আকাশ দীপ এবং মোহাম্মদ সিরাজও ভালো পারফরম্যান্স প্রদর্শন করছেন। ভারতের (Team India) এই ফাস্ট বোলাররা অস্ট্রেলিয়ার ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৯ রানের বিনিময়ে ৭ টি উইকেট নিয়েছিলেন। যা ভারতীয় দলের বোলাররা যে কতটা শক্তিশালী তা প্রমাণ করে দেয়।
আরও পড়ুন: ১৫,০০০ কিমি দূর থেকে এল বড়সড় “Good News”, নতুন বছরেই বাজিমাত করবে Reliance Industries
১. ভারত দীর্ঘ ১৩ বছর ধরে মেলবোর্নে হারেনি: বর্ডার-গাভাস্কার ট্রফির খেলা এখন বেশ উত্তেজক পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলেও মেলবোর্ন টেস্টে জয়ের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক মনোভাব বজায় রাখছে টিম ইন্ডিয়া (Team India)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় দল গত ১৩ বছর ধরে মেলবোর্নে হারের মুখে পড়েনি। ২০১৪-১৫ সালের সফরে ভারত মেলবোর্ন টেস্ট ড্র করেছিল। এরপরে, ২০১৮-১৯ এবং ২০২০-২১ সালে খেলা ম্যাচগুলিতে জয় হাসিল করে ভারত। এমন পরিস্থিতিতে, আবারও টিম ইন্ডিয়ার জয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা।