হারলেই নিশ্চিত বিদায়, পাকিস্তানের কাছে হারের ধাক্কা কাটিয়ে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছেন কোহলিরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারতীয় দল। শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী। ছন্দে রয়েছেন কুশল মেন্ডিস, রাজাপক্ষরা। বল হাতে ভরসা দিচ্ছেন থিকসেনা, ডি সিলভারা। ফলে ভারতের লড়াই একেবারেই সহজ হবে না। আজকের ম্যাচ জিতলেই শ্রীলঙ্কার ফাইনাল খেলা কার্যত নিশ্চিত হয়ে যাবে। সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইবেন না দাসুন শানাকারা।

অপরদিকে পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও গত রবিবারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। লোকেশ রাহুল ছন্দে ফিরেছেন। রোহিত শর্মাও ছন্দেই আছেন, কিন্তু বড় রানের সন্ধান পাচ্ছেন না বেশ কিছুদিন হয়ে গেল। পরপর দুই ম্যাচে অর্ধশতরান করে এইমুহুর্তে হয়তো ভারতের সবচেয়ে ফর্মে থাকা খেলোয়াড় হলেন বিরাট। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের মূল ভরসা তিনিই।

Kohli 60

ভারতকে কিছুটা চিন্তায় রাখছে বোলিং এবং মিডল অর্ডারের ব্যাটারদের ফর্ম। সূর্যকুমার হংকংয়ের বিরুদ্ধে একটি অসাধারণ ইনিংস খেললেও পাকিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। রিশাব পান্ত দুটি ম্যাচ খেলেছেন তার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়ে চূড়ান্ত হতাশ করেছেন দায়িত্বজ্ঞানহীন শট খেলে। হার্দিক পান্ডিয়া গত ম্যাচে রান না করেই আউট হয়েছেন। দীপক হুডা নবাগত, তাকে নিয়ে খুব বেশি আশা না করাই ভালো। এই অবস্থায় রবীন্দ্র জাদেজার অভিজ্ঞতার অভাবটা নিয়ে কিছুটা ভুগতে হচ্ছে রোহিত শর্মাকে।

এই অবস্থায় আজ মিডল অর্ডারে ভারসাম্য আনতে পন্থকে বসিয়ে দীনেশ কার্তিককে দলে ফেরানোর কথা ভাবতে পারেন হিটম্যান। বোলিংয়ে কিছু পরিবর্তন করার সম্ভাবনা কম, কারণ এক ম্যাচের ব্যর্থতায় তার আগে সফল হওয়া বোলারদের ওপর খুব বেশি প্রশ্ন চিহ্ন তোলা যায় না। অপরদিকে শ্রীলঙ্কা হয়তো আফগানিস্থান ম্যাচ জেতা একাদশটি অপরিবর্তিত রাখবে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, রবি বিশ্নই, অর্শদীপ সিং


Reetabrata Deb

সম্পর্কিত খবর