বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ শেষ হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মুম্বাইতে সিরিজের প্রথম ম্যাচটি ভারত জিতেছিল এবং পুনেতে দ্বিতীয় ম্যাচটি শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। আজ রাজকোটে সিরিজের ফয়সালা হবে। সেই ম্যাচে নামার আগে বেশ কয়েকটি জায়গা নিয়ে চিন্তায় অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
একটা বিষয়ে খুবই পরিষ্কার সেটা হল যে শ্রীলঙ্কা গত কয়েক বছরের মতো দুর্বল নয়। এশিয়া কাপ তাদের দখলে কোনও ফ্লুকের মাধ্যমে আসেনি, বরং দুর্দান্ত পারফরম্যান্স করেই তারা সেই শিরোপা দখল করেছিলেন গত বছর। প্রথম ম্যাচে ভারতীয় দল জিতলেও সেই জয় এসেছিল অত্যন্ত সূক্ষ্ম ব্যবধানে। বোঝাই যাচ্ছে যে তরুণ এই ভারতীয় স্কোয়ার্ড এখনো পুরোপুরি সাবলীল নয়।
ভারতীয় দলের দুটি প্রধান সমস্যার মধ্যে একটি হলো ওপেনিং। ঈশান কিষান বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ দুর্দান্ত দ্বিশতরান করেছিলেন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেও তিনি যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন। কিন্তু শুভমান গিল নিজের টি-টোয়েন্টি অভিষেকের পর টানা দুটি ম্যাচে ব্যর্থ। এদিকে ভারতীয় দলের বেঞ্চে বসে রয়েছে দুর্দান্ত ফর্মে থাকা রুতুরাজ গায়কোয়াড়। ম্যাচে হয়তো তাকে সুযোগ দিয়ে দেখতে পারেন হার্দিক পান্ডিয়া।
এর একটি মূল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বোলিং। নিজের অভিষেকের পর প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করলেও দ্বিতীয় ম্যাচে চূড়ান্ত ফ্লপ। শারীরিক অসুস্থতা কাটিয়ে ভারতীয় দলে ফেরা অর্শদীপকে নিজের সেরা ছন্দে পাওয়া যায়নি। উমরান মালিক ভালো কিন্তু ডেথ ওভারে তার রান বিলিয়ে দেওয়ার অভ্যাস এখনও বজায় রয়েছে। এমন অবস্থায় বাংলার মুকেশ কুমার কি শেষ ম্যাচে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন হার্দিকে, এদের মধ্যে কারোর একজনের জায়গায়।
ভারতের সম্ভাব্য একাদশ: ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক, মুকেশ কুমার, যুজবেন্দ্র চাহাল
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…