বাংলা হান্ট ডেস্ক: তেসরা অগাস্ট থেকে তেসরা সেপ্টেম্বর- ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর। ক্যারিবিয়ান সফরে ৩টি টি-টোয়েন্টি এবং ৩টি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। তারপর ২২ অগাস্ট থেকে শুরু টেস্ট সিরিজ। ২টি টেস্ট খেলবে ভারতীয় দল।এই সফর নিয়ে দর্শকদের মধ্যেও উত্তেজনা। ধোনি অবসর না নিলেও এই সফর থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন ।তার বক্তব্য আগামী দু’মাস তিনি ক্রিকেট খেলবেন না, পরিবর্তে টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্ট-এ একটি বিশেষ ট্রেনিংয়ে ব্যস্ত থাকবেন। তাই ধোনিকে বাদ দিয়েই ক্যারিবিয়ান সফরের দল নির্বাচন করা হয়। ক্যারিবিয়ান সফরে তাই এক নম্বর উইকেটকিপার হিসেবে যাচ্ছেন ঋষভ পন্থ। গোটা সফরেই ওয়েস্ট ইন্ডিজে অধিনায়ক হয়েই যাচ্ছেন বিরাট কোহলি। গোটা সফরেই হার্দিক পাণ্ডিয়াকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে বিশ্রামে জশপ্রীত বুমরাহ। তবে টেস্টে খেলবেন তিনি।
বিশ্বকাপ পরবর্তী সময়ে দলের মিডল অর্ডারকে মজবুত করতে ক্যারিবিয়ান সফরে খেলছেন শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডেরা। বিশ্বকাপে চোট পাওয়া শিখর ধাওয়ান টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে ফেরে, কিন্তু টেস্ট দলে তাঁর জায়গা হয়নি। ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। টেস্ট দলে সহ অধিনায়ক হিসেবে ফিরলেন আজিঙ্কে রাহানে। অস্ট্রেলিয়ায় ওপেন করে দুটি টেস্টে দুটি হাফসেঞ্চুরি করেছিলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ক্যারিবিয়ান সফরে টেস্ট দলে সুযোগ পেলেন তিনিও। লোকেশ রাহুলও টেস্টে দলের সঙ্গে দ্বিতীয় ওপেনার হিসেবে যাচ্ছেন। টেস্ট দলের মিডল অর্ডারে অনেক সিনিয়রকে টপকে জায়গা করে নিয়েছেন হনুমা বিহারি। ধোনি র অবসরের পর পন্থকেই ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক হিসেবে তৈরি করা হচ্ছে। চোট ও খারাপ ব্যাটিং ফর্ম বার বার পিছিয়ে দিয়েছে ঋদ্ধিকে। পন্থ এসে যাওয়ায় দ্বিতীয় কিপার হয়েই ক্যারিবিয়ান সফরে যেতে হচ্ছে ঋদ্ধিমান সাহাকে। টেস্ট দলে ফিরলেন ভারতের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।