নিশ্চিত সুপার ১২, জানুন কাদের বিরুদ্ধে, কবে ও ভারতীয় সময় কখন মাঠে নামবেন বিরাট কোহলিরা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। দুটি গ্রুপ থেকে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ে সুপার টুয়েলভ পর্যায়ের জন্য যোগ্যতা অর্জন করতে পেরেছে। এই চারটি দলের মধ্যে থেকে ভারত-পাকিস্তান-বাংলাদেশ সমৃদ্ধ গ্রুপে এসেছে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস। ভারতীয় দল কবে কাদের বিরুদ্ধে মাঠে নামবে তা নিশ্চিত হয়ে গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক ভারতীয় সময় অনুযায়ী কখন ভারতীয় দল ম্যাচগুলি খেলতে নামবে।

*ভারত বনাম পাকিস্তান (২৩শে অক্টোবর, রবিবার): সুপার টুয়েলভ পর্যায়ের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ভারতীয় সময় দুপুর ১.৩০ নাগাদ এই ম্যাচটি আরম্ভ হবে।

 

*ভারত বনাম নেদারল্যান্ডস (২৭শে অক্টোবর, বৃহস্পতিবার): যোগ্যতাঅর্জন পর্বে হাড্ডাহাড্ডি লড়াই করে সুপার টুয়েলভে পৌঁছনো ডাচদের বিরুদ্ধে সিডনিতে ভারতীয় সময় দুপুর ১২.৩০ নাগাদ মাঠে নামবেন রোহিতরা।

 

*ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩০শে অক্টোবর, রবিবার): চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে ৭টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ৪টি-তে জয় পেয়েছে ভারত। ভারতীয় সময় বিকেল ৪.৩০-এ আবার পার্থে মুখোমুখি হবে দুই পক্ষ।

*ভারত বনাম বাংলাদেশ (২রা নভেম্বর, বুধবার): চূড়ান্ত অফফর্মে থাকা বেঙ্গল টাইগারদের বিরুদ্ধে অ্যাডিলেট ওভালে দুপুর ১.৩০ নাগাদ মাঠে নামবে ভারত।

*ভারত বনাম জিম্বাবোয়ে (৬ই নভেম্বর, রবিবার): গ্রূপপর্বের শেষ ম্যাচে সিকান্দার রাজাদের বিরুদ্ধে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দুপুর ১.৩০ নাগাদ মাঠে নামবে ভারত।

X