টিম ইন্ডিয়ার মেনুতে এই খাবার নিয়ে তুঙ্গে বিতর্ক, রেগে লাল হচ্ছেন ক্রিকেট প্রেমীরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আবহাওয়া বাঁধ সেধেছে। বৃষ্টির কারণে গোটা দিনের খেলা ভেস্তে গেছে। প্রাথমিকভাবে যখন প্রথম সেশনের খেলা ভেস্তে যায় তখন আম্পায়ার লাঞ্চ ঘোষণা করেন। তখনই সবার নজর পড়ে ক্রিকেটারদের খাবারের মেনুতে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে যখন ভারতীয় দলের খেলোয়াড়দের লাঞ্চের মেনুতে ছিল ব্রকলি স্যুপ, চিকেন চেটিনাড, মুসুর ডাল, ল্যাম্ব চপস, পিপার সস, ভেজিটেবল কড়ই এবং পনির টিক্কা।

অনেক ক্রিকেট ভক্তই এই চিকেন চেটিনাড এবং ল্যাম্ব চপস মেনুতে দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তাঁর মতে, ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নন-ভেজ খাবার পরিবেশন করা উচিত নয়। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘গতকাল আমি 83টি সিনেমা দেখেছি, সেই দিনগুলিতে ক্রিকেটাররা নিরামিষ খাবারের জন্য লড়াই করতেন এবং তাদের সাথে আচার এবং রুটি নিয়ে যেতেন, এবং এখন তাদের দেখুন, তারা বর্ষায় এখানে খেলতে বা ছুটি কাটাতে এসেছেন। ?’

অনেক ভারতীয় ক্রিকেট ভক্তকে খাবারের মেনু নিয়ে মজার মেজাজে দেখা গেছে, একজন লিখেছেন, ‘এখানে বড়া পাও দেখা যাচ্ছে না।’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘এখানে কোনো স্বাস্থ্যকর খাবার নেই, যে কারণে রোহিত শর্মা সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তিনি নিজের স্বাস্থ্য নিয়ে সতর্ক রয়েছেন।’

আদতে এই সবের মধ্যে বেশিরভাগ কমেন্টই মজা করে করা। এই সব বাদ দিলেও যখন তৃতীয় দিনের খেলা শুরু হবে তখনও চালকের আসনে থাকবে ভারত। কিন্তু একদিন নষ্ট হয়ে যাওয়ায় ম্যাচ থেকে কোনও রেজাল্ট বার করতে হলে তুলনামূলক আগ্রাসী ক্রিকেট খেলতে হবে তাদের।

Reetabrata Deb

সম্পর্কিত খবর