বাংলা হান্ট ডেস্ক: নিজের দলের বৃহত্তম জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার এই কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। জনতার অভাব-অভিযোগের কথা শুনতে এই কর্মসূচি। এই কর্মসূচি অনুযায়ী ৯১৩৭০৯১৩৭০ ফোন নম্বরে ফোন করলেই সব অভিযোগ সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে বলে ঘোষণা করেন তিনি। ফোন নম্বরের পাশাপাশিwww.didikebolo.com-এও লগ ইন করে সমস্যা জানানো যাবে বলে গতকাল জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু গত ২৪ ঘণ্টায় ১ লাখের বেশি ফোন ঢুকেছে ওই নম্বরে, ফলে যান্ত্রিক গোলযোগ দেখা যায় ওই নম্বরে। এত অল্প সময়ে একসঙ্গে এত বেশি ফোন ঢুকে যাওয়াতে সার্ভার ডাউন হয়ে যায়। যার জন্যই ফোন করেও মিলছে না বলে অভিযোগ ওঠে। আবার অনেক ক্ষেত্রেই ফোন কল ফরওয়ার্ড করা হচ্ছে। কেউ কেউ আবার গান শুনতে পাচ্ছেন বলে অভিযোগ। গোটা বিষয়টি সংশ্লিষ্ট IT টিমকে জানানো হয়েছে বলেই খবর। মুখ্যমন্ত্রীকেও গোটা বিষয়ে অবহিত করা হয়েছে।