বিজ্ঞান বাঁচাতে মমতাকে দরকার! রাজ্যের মন্ত্রীর মন্তব্য ঘিরে তৈরি হল নয়া বিতর্ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গত শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) গোলাপবাগ ক্যাম্পাসের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘আঞ্চলিক বিজ্ঞান কংগ্রেস’। আর সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী (Technology Minister) উজ্জ্বল বিশ্বাস (Ujjwal Biswas)। আর সেখানেই তিনি এমন এক বক্তব্য রাখেন যা নিয়ে তাঁকে এখন সমালোচনার শিকার হতে হচ্ছে।

শুক্রবার এই অনুষ্ঠানে তিনি প্রথমে ভালোই বক্তব্য রাখছিলেন, হঠাৎ বলে বসলেন, “মমতাকে নিয়ে আসো আর দেশকে রক্ষা করো”। স্বাভাবিকভাবেই এটি একটি বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা ছিল, কোনো রাজনৈতিক সমাবেশ নয় যে মন্ত্রী ওই রকম ভাবে স্লোগান দেবেন। আর এরপর থেকেই বিভিন্ন গবেষক এবং বৈজ্ঞানিকরা তাঁর এই মন্তব্যে তাঁকে সমালোচিত (Controversy) করেছেন, অনেকে আবার চরম ক্ষোভ প্রকাশ করেছেন এই নিয়ে।

এই অনুষ্ঠান শেষ হলে একাধিক সাংবাদিক যখন তাঁকে প্রশ্ন করেন তিনি কেন এই ধরণের রাজনৈতিক মন্তব্য রাখলেন, তাঁর সোজাসাপ্টা জবাব ছিল যে, বর্তমানে বাংলা আজ যে কাজ করে, আমাদের দেশ তার চেয়ে পরে সেই বিষয়ে চিন্তা করে। এখন যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, তাই তিনি বলতে চেয়েছেন যে তাঁর মাধ্যমেই রাজ্যে তথা দেশে নতুন কোম্পানিগুলি আসবে, নতুনভাবে ব্যবসা বাড়বে। তাই তাঁর মনে হয়েছে যে, মমতা ছাড়া দেশের বিজ্ঞানের অগ্রগতি অসম্পূর্ণ। তাঁর হাত ধরেই বিজ্ঞানে নতুন মাত্রা আসবে। সেই ভাবনা থেকেই বিজ্ঞানকে বাঁচাতে মমতাকে দরকার বলে মনে হয়েছে।

এই অনুষ্ঠান সম্পর্কে যখন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয় যে তাঁর কী ভাবনা বা ভবিষ্যৎ চিন্তা তখন তিনি বলেন যে, বর্ধমান একটি ইতিহাস মন্ডিত স্থান। বিভিন্ন জলাশয় ও পুরোনো যে শিল্প নিদর্শন আছে বা বিভিন্ন যে প্রাচীন সৌধ আছে, সেগুলিকে রক্ষা করার পাশাপাশি তাঁদের লক্ষ্য ছিল কীভাবে নগরোন্নয়ন সম্ভব।

Science Congress BU

তিনি আরও বলেন যে, গ্রামগুলির উন্নতি করতে মাছ চাষ বা এমনি সবজি চাষের ক্ষেত্রেও তাঁদের এই উদ্যোগ হয়তো নতুন কোনো পদক্ষেপ ফেলতে পারে। বিভিন্ন গবেষক ও বৈজ্ঞানিকগণ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কল্যাণী ইউনিভার্সিটি ও হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টরাও।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X