বাংলা হান্ট ডেস্ক : ফের বামের জজয়কার! আরও একবার লাল আবিরে রাঙা হল আকাশ। নদিয়ার (Nadia) তেহট্টের নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে (Tehatta Cooperative Society Election) জয়ী হল সিপিএম (CPIM)। বামেদের কাছে গোহারা হারল শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।
তেহট্টের নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসনের মধ্যে ৪৪টি আসনে জয় পেয়েছে বাম প্রার্থীরা। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে গিয়েছে মাত্র ৬টি আসন। নদিয়ার একের পর এক সমবায়ে বামেদের দাপট অব্যাহত। স্বাভাবিকভাবেই নিজেদের জয়ে আনন্দিত বাম শিবির।
প্রসঙ্গত, ১৯৬০ সাল থেকে ২০২১ পর্যন্ত একটানা এই সমবায়ে জয় পেয়েছে বামেরা। তবে এরপরই অভিযোগ ওঠে যে নির্বাচন না করেই অ্যাডহক কমিটি গড়ে শাসকদল। আদালতে দায়ের হয় মামলা। এরপর আদালতের নির্দেশে ওই কমিটি ভেঙে ভোট করানোর নির্দেশ দেয় হাইকোর্ট।
আরও পড়ুন: শিক্ষক, পুরসভার দুর্নীতি অতীত! এবার ব্যাঙ্কে চাকরির নামে ‘জালিয়াতি’, বড়সড় পর্দাফাঁস
আদালতের নির্দেশ মেনেই গত রবিবার, নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি (Krishi Samabay Samiti) লিমিটেডের প্রতিনিধি নির্বাচন সংঘটিত হয়। মোট ১ হাজার ২৪১ জন ভোটারের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে মোট ৪৪টি আসনই সিপিএমের দখলে যায়।
অন্যদিকে অনেক পিছিয়ে তৃণমূল পায় মাত্র ৬টি আসন। আর গেরুয়া শিবির (BJP) এই নির্বাচনে কোনও প্রার্থীই দিতে পারেনি বলে জানা গিয়েছে। সবমিলিয়ে নির্বাচনে ব্যাপক সাফল্য পায় বামেরা।
আরও পড়ুন: শিক্ষায় ফের দুর্নীতি! ভুয়ো শিক্ষক, ভুয়ো বেতন দিয়ে চলছে অধিকাংশ B.ED কলেজ? এবার অ্যাকশন
উল্লেখ্য, পূর্বে নদিয়ার তাহেরপুর পুরসভা, পলাশিপাড়ার চাঁদেরঘাট সমবায়, তেহট্ট কৃষি উন্নয়ন সমবায়, তেহট্টের ধৌপট্ট কুষ্টিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেও জয় পায় বামেরা। এবার সেই তালিকাতেই জুড়লো তেহট্টের নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নাম।