খ‍্যাতনামা ব‍্যবসায়ীর স্ত্রীর সঙ্গে যৌনসম্পর্ক! কঙ্গনার শোতে স্বীকার করলেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ তেহসিন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিতর্কের চরম ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তাঁর নতুন রিয়েলিটি শো ‘লক আপ’ (Lock Upp) সমস্ত সীমা অতিক্রম করবে, এমনটাই দাবি করা হয়েছিল। তিনি যে এতটুকু বাড়িয়ে বলেননি সেটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। সম্প্রতি শোয়ের প্রতিযোগী তেহসিন পুনাওয়ালা জানিয়েছেন, দেশের একজন খ‍্যাতনামা ব‍্যবসায়ীর স্ত্রীর সঙ্গে তিনি যৌন সম্পর্ক করেছেন। তাও আবার সেই ব‍্যবসায়ীর চোখের সামনে!

কঙ্গনার নতুন শোয়ের নিয়ম অনুযায়ী, কোনো এক প্রতিযোগীকে বাঁচানোর জন‍্য অন‍্য প্রতিযোগীকে নিজের জীবনের চরম গোপনীয় কথাটি সর্বসমক্ষে বলতে হবে। সাম্প্রতিক পর্বে তেহসিনকে এই সুযোগটা দেওয়া হয়েছিল। তিনি সিদ্ধান্ত নেন অপর প্রতিযোগী তথা ঘনিষ্ঠ বন্ধু সাইশা শিন্ডেকে বাঁচাতে নিজের উপরে খাঁড়া নেবেন। অর্থাৎ নিজের জীবনের সবথেকে গোপনীয় কথাটি সবার সামনে নিয়ে আসবেন।


কিন্তু তেহসিনের গোপন কথাটি যে এমন বিতর্ক সৃষ্টি করতে পারে তা হয়তো কেউই ভাবেননি। তিনি বলেন, “দেশের প্রথম সারির একজন ব‍্যবসায়ী আমাকে প্রস্তাব দিয়েছিলেন, তাঁর স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করার জন‍্য। সপ্তাহান্তের জন‍্য আমার গোটা নাইট ক্লাবটাই তিনি ভাড়া নিয়ে নিয়েছিলেন। ওঁর একটাই শর্ত ছিল যে আমি যখন ওঁর স্ত্রীর সঙ্গে সেক্স করব তখন তিনি বসে দেখবেন।”

সঞ্চালক কঙ্গনাকে তেহসিন আরো জানান, ওই ব‍্যবসায়ী পুরো সময়টাই কিছুটা দূরে বসে দেখছিলেন। তেহসিনেরও একটি শর্ত ছিল। ওই ব‍্যবসায়ী তাঁদের ছুঁতে বা মাঝে ব‍্যাগড়া দিতে পারবেন না। ব‍্যবসায়ী সেটাই করেছিলেন। বিষয়টা বেশ উপভোগও করেছিলেন বলে জানান তেহসিন।

https://youtu.be/D9nNyY2zC8o

জানিয়ে রাখি, এই তেহসিন পুনাওয়ালা হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভাডরার ভগ্নীপতি। রবার্টের তুতো বোন মনিকা ভাডরার সঙ্গে বিয়ে হয়েজে তেহসিনের। তবে তিনি জানান, এই ঘটনাটা ঘটে তাঁর বিয়ের ঠিক আগে আগে। তাই মনিকার কাছেও কোনো কথা লুকাননি তিনি।

সম্পর্কিত খবর

X