বাংলা হান্ট ডেস্কঃ দেশের প্রথম কর্পোরেট ট্রেন তেজস এক্সপ্রেস (tejas express) সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল। ভারতীয় রেল (indian railway) সূত্রে জানা যাচ্ছে পর্যাপ্ত সংখ্যক যাত্রী না থাকায় বন্ধ করে কিছুদিনের জন্য স্থগিত করে দেওয়া হল ট্রেনটির যাত্রা।
আইআরসিটিসির চিফ রিজিওনাল ম্যানেজার অশ্বিনী শ্রীবাস্তব জানান, যে মহামারির কারনে এই বিলাসবহুল ট্রেনে তেমন যাত্রী চলাচল করছেন না। ফলে প্রতি যাত্রাতেই বিপুল ক্ষতি হচ্ছে। এই কারনেই ট্রেনটি বন্ধ রাখা হচ্ছে। আগামী ২৩ নভেম্বর থেকে বন্ধ করা হচ্ছে তেজস।
দেশের প্রথম কর্পোরেট ট্রেন তেজাস লখনউ থেকে দিল্লির মধ্যে যাত্রী পরিবহন করে। এটি আইআরসিটিসি দ্বারা পরিচালিত। এই ট্রেনটি সম্পূর্ণ ভিআইপি করা হয়েছে। প্রথম মাসে নিজেই লাভ আদায় করে তেজসের সাফল্য অনেক বেড়ে যায়। ইতোমধ্যে বারাণসী ও ইন্দোরের মধ্যে মহাকাল এক্সপ্রেসের অপারেশন আইআরসিটিসিকে দেওয়া হয়েছিল।
আইআরসিটিসি যাত্রী সংখ্যা অনেক কমে যাওয়ার কারনে ট্রেনটি বাতিল করতে রেললে একটি চিঠি লিখেছিল। রেলওয়ে বোর্ড পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত ২৩ নভেম্বর থেকে তেজস ট্রানের সমস্ত পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রায় ১ বছর আগে সালের অক্টোবরে দেশের প্রথম বেসরকারী ট্রেন তেজাস এক্সপ্রেস শুরু হয়েছিল।
লকডাউনের পর ২০২০ সালের ১৭ অক্টোবর অর্থাৎ নবরাত্রির প্রথম দিনে লক ডাউনের পর নতুন করে যাত্রা শুরু করে । এর আগে লকডাউনের কারণে ১৯ মার্চ তেজাস এক্সপ্রেস প্রায় সাত মাস বন্ধ ছিল।