বিগ বসের ট্রোফির সঙ্গে ‘নাগিন’ ফ্রি! তেজস্বীর উপরে ১৩০ কোটি টাকা বাজি রাখলেন একতা

বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি শেষ হয়েছে ‘বিগ বস ১৫’র সিজন। বিজয়ীর শিরোপা উঠেছে তেজস্বী প্রকাশের (tejasswi prakash) মাথায়। যদিও তাঁর বিজেতা হওয়া নিয়ে অনেকেই খুশি হননি। নেটনাগরিকদের একটা বড় অংশের মতে, তেজস্বী না হয়ে প্রতীক সেহজপালকে বিজয়ী করা উচিত ছিল। কিন্তু ট্রোফি জেতার আনন্দে কোনো ট্রোলই গায়ে লাগছে না তেজস্বীর।

শুধুই কি বিজেতার তকমা? বিগ বসের ঘর থেকে বেরিয়েই এক দারুন প্রস্তাব পেয়ে গিয়েছেন তিনি। একতা কাপুরের ‘নাগিন ৬’ তে মুখ‍্য চরিত্রে অভিনয় করছেন তেজস্বী। একতার নাগিন ফ্র‍্যাঞ্চাইজি যথেষ্ট জনপ্রিয় হিন্দি টেলিভিশন দুনিয়ায়। উপরন্তু এই সিজনটি রীতিমতো টাকা খরচ করে তৈরি করছেন তিনি।


বলিউডি সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, তেজস্বীর বাড়িতে ইতিমধ‍্যেই পোশাক পাঠিয়ে দেওয়া হয়েছে। বিগ বস ফিনালের পর যে একটা দিন বিশ্রামের জন‍্য পেয়েছিলেন তিনি, সেদিন পোশাকগুলি ট্রায়াল দেন তেজস্বী। বাবা, মা ও চর্চিত প্রেমিক করন কুন্দ্রার সঙ্গে এই দিনটি কাটিয়েছেন তিনি।

জানা যাচ্ছে, ‘নাগিন ৬’ আগের সমস্ত সিজনের থেকে একেবারেই আলাদা হতে চলেছে। অন‍্যান‍্য বারের মতো এবারে নাগিনকে প্রিয়জনের মৃত‍্যুর প্রতিশোধ নিতে দেখা যাবে না। বরং প্রতিবেশী রাষ্ট্রের শুরু করা জৈব মারণাস্ত্র নিয়ে যুদ্ধে একজন ‘সুপারহিরো’ হিসাবে অবতীর্ণ হবে নাগিন।

সূত্রের খবর বলছে, নাগিন ৬ এর জন‍্য নাকি ১৩০ কোটি বাজেট ধার্য করেছেন একতা কাপুর। তাঁকে অনেকেই বারণও করেছিলেন এত বড় অঙ্কের একটা টাকা একটি সিরিয়ালের পেছনে না ঢালতে। এই পরিমাণ টাকা দিয়ে একটি ছবি বানিয়ে ফেলতে পারতেন তিনি।

কিন্তু কথা কানে তোলেননি একতা। তাঁর ভাবখানা এমন, করতে হলে বড়সড় অঙ্কের বাজেট দিয়েই করবেন। নয়তো করবেনই না। নাগিন ৬ টিআরপি তুলতে ব‍্যর্থ হলে নাকি ফ্র‍্যাঞ্চাইজি টাই বন্ধ করে দেবেন একতা। তাই মুখ‍্য চরিত্রে অভিনেতা অভিনেত্রী তেজস্বী প্রকাশ ও সিম্বা নাগপালের উপরে যে বেশ চাপ আছে তা বোঝাই যাচ্ছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর