জমজমাট ‘বিগ বস ১৫’র গ্র‍্যান্ড ফিনালে, শমিতাকে টেক্কা দিয়ে বিজয়ীর শিরোপা পেলেন তেজস্বী প্রকাশ

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ ১৭ সপ্তাহ ধরে চলতে থাকা বিগ বসের ১৫ তম (bigg boss 15) সিজন শেষ হল। ফিনালে পর্বটিকে তিন ভাগে ভাগ করে সম্প্রচার করা হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে তেজস্বী প্রকাশের (tejasswi prakash) হাতেই উঠেছে সিজন ১৫ র বিজেতার ট্রোফি। সঙ্গে ৪০ লক্ষ টাকা নগদ পুরস্কারও পেয়েছেন তিনি।

অন্তিম পর্বে কড়া প্রতিদ্বন্দ্বী প্রতীক সেহজপালকে হারিয়ে বিজয়ীর শিরোপা জিতে নেন হিন্দি টেলিভিশনের তারকা তেজস্বী। দ্বিতীয় স্থান পান প্রতীক। অপরদিকে আরেক জনপ্রিয় ফাইনালিস্ট তথা তেজস্বীর প্রেমিক অভিনেতা করন কুন্দ্রা রয়েছেন তৃতীয় স্থানে।

WhatsApp Image 2022 01 29 at 3.12.35 PM
বিজয়ী হওয়ার দৌড়ে মোট পাঁচজন প্রতিযোগী টিকে ছিলেন। বাকিদের মধ‍্যে অভিনেত্রী শমিতা শেট্টি চতুর্থ স্থান পেয়েছেন। ফিনালে পর্ব  পৌঁছেও শেষমেষ প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন নিশান্ত ভাট। পঞ্চম স্থানে দৌড় শেষ করে ১০ লক্ষ টাকা পুরস্কার নিয়ে বিগ বসের ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি।

উল্লেখ‍্য, শোয়ের শুরু থেকেই জনপ্রিয়তার চূড়ায় ছিলেন তেজস্বী প্রকাশ। টেলিভিশন দুনিয়ায় বেশ পরিচিত মুখ তিনি। গোটা সিজন জুড়ে যেমন কড়া টক্কর দিয়েছেন তিনি অন‍্য প্রতিযোগীদের, তেমনি বহু বিতর্কেও জড়িয়েছেন। বিগ বসের ঘরে এসে অভিনেতা সঞ্চালক করন কুন্দ্রার সঙ্গে সম্পর্কে জড়ান তেজস্বী। দুজনের জুটি দর্শকদের বেশ প্রিয়ও হয়ে ওঠে।

উল্লেখ‍্য, ফিনালে পর্বে আসন্ন ছবি ‘গেহরাইয়া’র প্রচারে এসেছিলেন দীপিকা পাডুকোন, অনন‍্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদীরা। এছাড়াও অতিথি হয়ে এসেছিলেন শেহনাজ গিল, শ্বেতা তিওয়ারি, গওহর খান, গৌতম গুলাটি, রুবিনা দিলায়েকরা।

বিগ বস ১৫ র সিজন ফিনালেতে প্রয়াত সিদ্ধার্থ শুক্লাকে শ্রদ্ধার্ঘ জানান শেহনাজ গিল‌। বিগ বসের ১৩ তম সিজনের বিজেতা ছিলেন সিদ্ধার্থ।এদিন মঞ্চে সলমনের সঙ্গে কথা বলতে বলতেই চোখে জল এসে যায় তাঁর। শেহনাজকে বুকে জড়িয়ে ধরেন তাঁর ‘সলমন স‍্যার’। তাঁর চোখেও জল দেখা যায়। দৃশ‍্যতই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেতা। সোশ‍্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতে চোখ জলে ভিজেছে সিডনাজ অনুরাগীদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর