বাংলায় এসে বাঙালি কায়দায় মাটিতে বসে ভাত খেলেন তেজস্বী সূর্য, মুহূর্তের মধ্যে ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ কথা মতো গতকাল রাতেই বাংলায় পা রেখেছেন তেজস্বী সূর্য (Tejasvi Surya)। এটাই ওনার প্রথম বাংলা (West Bengal) সফর। বেকারত্ব, গণতন্ত্র সমেত একাধিক ইস্যু নিয়ে আজ নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপির এই তরুন তুর্কি। বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়ার পর তেজস্বী সূর্যের এটাই প্রথম কোনও বড় অভিযান। আর এই অভিযানে নামার আগেই তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেছেন, ‘ভয় পেয়েছে মমতা”।

Tejasvi Surya 2

উল্লেখ্য, বিজেপির নবান্ন অভিযানের কয়েক ঘণ্টা আগে আচমকাই নবান্নের ঝাঁপ বন্ধ করার নির্ণয় নেয় রাজ্য সরকার। রুটিন স্যানিটাইজেশনের নামে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার দুদিন পরপর নবান্ন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির অভিযানে আগে আচমকাই এহেন সিদ্ধান্ত নেওয়া প্রশ্ন উঠছে রাজ্য রাজনৈতিক মহলে। আর সেই ক্রমেই তেজস্বী সূর্য জানিয়েছেন, নবান্ন অভিযানের আগেই মমতা ব্যানার্জী ভয় পেয়ে গেছেন, তাই তিনি নবান্ন বন্ধের নির্দেশ দিয়েছেন।

আরেকদিকে, গতকাল কলকাতা বিমানবন্দরে তেজস্বী সূর্যকে দেখার জন্য ভক্তদের ভিড় উপচে পড়ে। তেজস্বী সূর্যকে বাংলায় স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির সাংসদ তথা বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন আরও অন্যান্য বিজেপির যুব নেতারা। বিমানবন্দর থেকে বেরিয়ে সোজাসুজি বিজেপির সদর দফতরে যান তেজস্বী।

রাতের খাবার বিজেপির দফতরেই খান তেজস্বী সূর্য। সেখানে সৌমিত্র খাঁ এবং অন্যান্য নেতাদের সাথে বাঙালীদের মতই মাটিতে বাবু হয়ে রাতের খবার খান তিনি। তেজস্বী সূর্যর ডিনারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়। ওনার এই ভিডিও বিজেপির কর্মী সমর্থকদের বেশ মন কেড়ে নিয়েছে। এর আগেও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে বাংলায় এসে মাটিতে বসে খাবার খেতে দেখা গিয়েছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর