কংগ্রেসের অস্তিত্ব শেষ, তৃণমূলের সাথে লড়াইতে বিজেপি জিতে গেছে: পশ্চিমবঙ্গে এসেই বললেন তেজস্বী সূর্য

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দল তোড়জোড় শুরু করে দিয়েছে। ক্ষমতার থাকা শাসক দল একদিকে দুয়ারে সরকার, বাংলার গর্ব মমতা ইত্যাদি নামের নানা কর্মসূচি নিয়ে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি একদিকে শাসক দলের ভাঙন ও নিজেদেরকে পশ্চিমবঙ্গে বিকল্প হিসেবে দেখানোর ভরপুর প্রয়াসে নেমেছে। বিজেপির নিজের ভিত শক্তিশালী করতে একদিকে যেমন বঙ্গবিজেপির নেতা নেত্রীরা মাঠে নেমে পড়েছে। অন্যদিকে সর্বভারতীয় নেতারাও লাগাতার পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন।

শনিবার দিন সকালে আরো একবার পশ্চিমবঙ্গে তেজস্বী সূর্য (Tejasvi Surya)। বিমানবন্দরে নেমেই তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে তীর ছুঁড়লেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি। তেজস্বী সূর্য কলকাতা এসে বলেন এই লড়াইতে ইতিমধ্যে বিজেপি জিতে গেছে। উনার বক্তব্য অনুযায়ী, এই লড়াই থেকে কংগ্রেস অনেক আগেই আউট হয়ে গেছে। তাই লড়াই এখন বিজেপি ও তৃণমূলের মধ্যে।

IMG 20210130 121343

বিজেপি নেতা সকাল সকাল কলকাতার বিমানবন্দরে নামলেই উনাকে নিতে পৌঁছে যান সৌমিত্র খাঁ সহ বহু বিজেপি কর্মী। বিমান বন্দর জুড়ে শোনা যায় জয় শ্রী রাম শ্লোগান। আর সেখান থেকেই উনি বলেন যে, এই লড়াইতে আর কংগ্রেসের অস্তিত নেই। তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াইতে বিজেপি জয়ী হয়েছে।

স্বাভাবিক, কর্মীদের মনোবল বৃদ্ধি করতে একথা বলেন তেজস্বী সূর্য। এর আগে পশ্চিমবঙ্গে এসে নবান্ন অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন বিজেপির এই যুব নেতা। সেই সময় মমতা ব্যানার্জীর সরকার ভয় পেয়েছে বলে তোপ দেগেছিলেন তিনি। প্রসঙ্গত, কলকাতায় এখন উনি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেবেন বলে জানা গেছে। এরপর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন কিনা তার আপডেট পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর