বাংলা হান্ট ডেস্ক : বাংলার বুকে ব্রিজ ভেঙ্গে (Bridge Collapse) পড়া অথবা ফ্লাইওভার ভেঙে পড়া আম ব্যাপার হয়ে গিয়েছে। আমজনতা এখন এসব ভেঙ্গে পড়লেও তাই খুব বেশি অবাক হন না। আবার ব্রিজ বা কোনো ইমারত ভেঙ্গে পড়ার খবর এলেই মনে হয় এই বুঝি বাংলার কোনো জায়গায় তা ভেঙ্গে পড়ল। কিন্তু না, আজ আমরা যে জায়গায় ব্রিজ ভেঙ্গে পড়ার কথা বলছি তা বাংলায় নয়, বরং বাংলার থেকে বেশ দূরে দক্ষিণে।
ভারতের (India) দক্ষিণাংশে তেলেঙ্গানার (Telangana) পেদ্দাপল্লি জেলার মানাইর নদীর উপর একটি নির্মাণাধীন সেতুর বড় অংশ সোমবার রাতে ধসে পড়ে যায়। জানা যায় প্রবল বাতাসের কারণে ভেঙ্গে পড়ে সেতুর দুটি সিমেন্টের গার্ডার। তবে এতে কোনো প্রাণহানি হয়নি। কারণ ঘটনাটি ঘটেছে গভীর রাতে। ঘটনার ফলে কেও আহতও হননি।
পুলিশ জানাচ্ছে পেদ্দাপল্লি জেলার ওদেদু এবং জয়শঙ্কর ভুলাপল্লি জেলার গড়মিলাপল্লির মধ্যে মানাইর নদীর উপর সেতু নির্মাণ কাজ চলছিল। সবচেয়ে অবাক করার বিষয় এই যে, এখানে নির্মাণ কাজ চলছিল সেই ২০১৬ সাল থেকে। আসলে বারবার ঠিকাদার পরিবর্তনের জন্য এবং তার সাথে অর্থের অভাবের কারণে নির্মাণ কার্যের এত দেরী হয়েছে। আর সেসবের মধ্যে স্থানীয় মানুষ অস্থায়ী রুট ব্যবহার করা শুরু করে দেয়।
আরও পড়ুন : এখনও কাজ করে চলেছে আদিত্য L-1, পাঠাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য! সুখবর শোনাল ISRO
রাত্রি বেলায় দুর্ঘটনাটি ঘটায় প্রাণহানি এড়ানো যায়। এছাড়া এও জানা যাচ্ছে ব্রিজ ভেঙ্গে পড়ার কিছু আগেই ওই রাস্তা দিয়ে বিয়ের বাস পেরিয়ে যায়। আর বাসটি পেরোনোর ঠিক এক মিনিট পড়েই ব্রিজটি ভেঙ্গে পড়ে। উল্লেখ্য ২০১৬ সালে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ধরে নেওয়া হয় যে, এক বছরের মধ্যেই সেটি সম্পূর্ন হবে। এজন্য বাজেট ধরা হয় ৪৬ কোটি টাকা। কিন্তু ৮ বছর পেরিয়ে গেলেও সেই সেতু আজ অবধি সম্পূর্ন হয়নি।