সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, বললেন এটা বিজেপির অপপ্রচার

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক ইস্যু ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এখন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছেন কেন্দ্র সরকারের কাছে। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বলেন, আজও আমি সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইছি। সরকার প্রমাণ পেশ করুক। তিনি বলেন, বিজেপি মিথ্যা অপপ্রচার চালায়।

চন্দ্রশেখর রাও বলেছেন, সেনাবাহিনী সীমান্তে লড়াই করছে। যদি কেউ মারা যায়, সেটা হল সেনাবাহিনীর জওয়ানরা। তাদের এর জন্য কৃতিত্ব দেওয়া উচিত, কিন্তু বিজেপি রাজনৈতিকভাবে সার্জিক্যাল স্ট্রাইক ব্যবহার করছে। রাও-র মন্তব্য এমন সময়ে এসেছে যখন তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে এই ইস্যুতে বিবাদে জড়িয়েছেন।

   

শুক্রবার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাহুল গান্ধীকে নিশানা করেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছিলেন, জেনারেল বিপিন রাওয়াত ছিলেন দেশের গর্ব। তার নেতৃত্বে ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। আজ রাহুল গান্ধী সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইছেন। আমরা কি আজ পর্যন্ত প্রমাণ চেয়েছি যে রাহুল গান্ধী রাজীব গান্ধীর ছেলে? আমার দেশের সেনাবাহিনীর কাছে প্রমাণ চাওয়ার অধিকার তাদের কে দিয়েছে? এই মন্তব্যের পর, চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডার কাছে হিমন্ত বিশ্ব শর্মাকে বরখাস্ত করার দাবি করেছিলেন।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের বক্তব্যের পর তাঁকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। মিডিয়ার সাথে আলাপকালে তিনি বলেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রাগান্বিত ও নার্ভাস। একটি নির্বাচনী পরাজয়ের পর যদি এই অবস্থা হয়, তাহলে স্পষ্টতই বোঝা যায় তেলেঙ্গানায় কেসিআর এবং টিআরএস ডুবে যাচ্ছে। তিনি বলেন, কংগ্রেস ও টিআরএস-র বক্তব্য পাকিস্তানের মতোই শোনাচ্ছে। যখনই নির্বাচন আসে, হিজাব হোক বা সার্জিক্যাল স্ট্রাইক, তারা নতুন কিছুর চেষ্টা করে! কারণ তারা উন্নয়নের ক্ষেত্রে বিজেপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর