বাংলাহান্ট ডেস্কঃ চীন থেকে আগত করোনাভাইরাস (corona virus) তোলাপাড় করে দিয়েছে সারা দুনিয়াকে। এই মারণ ভাইরাসের জেরে মারা গিয়েছে অনেকে। আবার আক্রান্ত হয়েছে অনেকে। এই পরিস্থিতিতে নেতা-মন্ত্রী থেকে শুরু করে সেলেবরা অনেকেই। পাশাপাশি এগিয়ে এগিয়েছে সাধারণ মানুষ। বিয়ের জন্য ২ লক্ষ টাকা জমিয়েছিলেন এক যুবক। সেই টাকাই এবার করোনা মোকাবিলা তহবিলে দান করলেন ওই পাত্র। তেলেঙ্গানার (Telangana) এই যুবকের নাম সন্তোষ(Santosh) । তেলেঙ্গানা সরকারের কৃষি দফতরে চাকরি করেন তিনি। সরকারের ত্রাণ তহবিলে নিজের বিয়ের জন্য জমানো ২ লক্ষ টাকা দান করেছেন তিনি।
রবিবার সকালেই বিয়ে সেরেছেন সন্তোষ। পাত্রী শীর্ষা এবং পাত্র সন্তোষকে আশীর্বাদ দিতে এবং ধন্যবাদ জানাতে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তেলেঙ্গানার কৃষিমন্ত্রী সিঙ্গিরেড্ডি নিরঞ্জন রেড্ডি। এসেছিলেন এলাকার বিধায়কও। সকলেই বলেছেন, করোনা মোকাবিলায় আর্থিক অনুদান দিয়ে সন্তোষ যে পদক্ষেপ নিয়েছেন তা আরও অনেককেই প্রভাবিত করবে। আগামীদিনে সাহায্য করতে এগিয়ে আসবেন হয়তো অনেকেই।
তবে বিয়ের আসরে কিন্তু হাজির ছিলেন অনেকেই। সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখতেও দেখা যায়নি তাঁদের। বরং বেশ কাছাকাছিই দাঁড়িয়ে ছিলেন নিমন্ত্রিতরা। পাত্র-পাত্রীর মুখে মাস্কও ছিল না। সন্তোষ এবং শীর্ষার বিয়ে একটি ছবি প্রকাশ্যে আসায় দেখা গিয়েছে এইসব। করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেওয়ার পর কীভাবে সরকারের নিষেধাজ্ঞা না মেনে এমন কাজ করলেন ওই দম্পতি তাই নিয়ে এখন প্রশ্ন উঠছে।
উল্লেখ্য ভারতে ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় দু’হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৬ এপ্রিল, রবিবার বিকেল ৫টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৬৯১৭। গত ২৪ ঘণ্টায় ১৯৭৫ জন আক্রান্ত হয়েছেন, যা একদিনে সর্বাধিক। মৃত্যু হয়েছে ৮২৬ জনের। একদিনে ৪৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একদিনে ৭০৫ জন সুস্থও হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৫৯১৪। অর্থাৎ বর্তমানে ভারতে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২০১৭৭।