রাজ্য সরকারের টেলি মেডিসিন প্রকল্পের আওতায় যুক্ত হচ্ছে টেলি গ্যাস্ট্রোলজি! হবে নানা রকম পেটের রোগের চিকিৎসা

বাংলাহান্ট ডেস্ক : স্বাস্থ্যক্ষেত্রে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ করছে রাজ্য সরকার। এবার প্রত্যন্ত গ্রামের মানুষদেরও সরাসরি এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) চিকিৎসকদের কাছে চিকিৎসা করাবার সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ সরকার। প্রথা ভেঙে ‘টেলি-গ্যাস্ট্রোলজি’ পরিষেবা শুরু করতে চলেছে মমতার সরকার।

এসএসকেএম-র চিকিৎসকদের নেতৃত্বে ‘টেলি-গ্যস্ট্রোলজি পরিষেবা শিরি করতে চলেছে স্বাস্থ দফতর। বাংলার গর্ব মমতা নামের একটি টুইটার হ্যান্ডল থেকে টুইট করে এই ঘোষণা করা হয়। সেই টুইটে লেখা হয়, ‘স্বাস্থ্য ইঙ্গিত’ স্কিমের অধীনে বিদ্যমান টেলি-মেডিসিন প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য বিভাগ “টেলি-গ্যাস্ট্রোলজি” পরিষেবা শুরু করতে চলেছে। এর মাধ্যমে এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সপ্তাহে তিন দিন গ্রামবাসীদের চিকিৎসা প্রদান করবেন।’

মাত্র ১০ মাস আগেই বাংলার বুকে চালু হয়েছে ‘স্বাস্থ্যইঙ্গিত’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাংলার মানুষ বিনামূল্যে সরকারি হাসপাতাল থেকেই টেলিমেডিসিনের সুযোগ পান। এখনও পর্যন্ত রাজ্যের গ্রামীণ ও শহরের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই পরিষেবা চালু করা হয়েছে। যাতে সেখানকার মানুষ তাঁদের বাড়ির কাছে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিনামূল্যে টেলিমেডিসিনের পরিষেবা পান রাজ্যের সরকারি মেডিকেল কলেজ ও সরকারি স্বনামধন্য চিকিৎসকদের কাছ থেকে। আর সবটাই বিনামূল্যে। এই পরিষেবায় এতদিন গ্যাস্ট্রোএন্টেরোলজি ছিল না। এবার সেই সুবিধাও যুক্ত হল এই প্রকল্পের সঙ্গে।

রাজ্যের স্বাস্থ্য দফতর জানায় জেনারেল মেডিসিন, প্রসূতি রোগবিদ্যা, শিশুরোগ, চর্মরোগ, চক্ষুরোগ, মানসিক রোগ, নাক-কান-গলার চিকিৎসার ক্ষেত্রে টেলিমেডিসিন পরিষেবা আগেই শুরু হয়েছিল। চলতি বছরের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত ক্যান্সারের মতো রোগের চিকিৎসা এবং স্নায়ুরোগের চিকিৎসার ব্যবস্থাও স্বাস্থ্যভবন করে দিয়েছে। তাতে মানুষ উপকৃত হয়েছেন। ফলে বেড়েছে টেলি মেডিসিনের চাহিদা। এবার এবার শুরু হচ্ছে পেটের রোগের চিকিৎসা। বাংলার কোটি কোটি মানুষ পেটের নানা সমস্যায় ভোগেন। এবার তাঁরা এই সমস্যার হাত থেকেও মুক্তি পাবেন। রাজ্যের অন্যতম বিশিষ্ট চিকিৎসা কেন্দ্র এসএসকেএম হাসপাতালের মাধ্যমে বাংলার মানুষকে ওই পরিষেবা দেওয়া হবে বলে জানান তিনি।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর