১২,০০০ কোটির বিনিয়োগ, ৫,০০০ চাকরি! এই শহরে তৈরি হবে ভারতের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার মধ্যপ্রদেশ ভারতের প্রথম রাজ্য হতে চলেছে যেখানে টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন (Telecom Manufacturing Zone, TMZ) স্থাপন করা হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর ওই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা জানিয়েছেন যে রাজ্য সরকার এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সম্মতি দিয়েছে।

গোয়ালিয়রে তৈরি হতে চলেছে টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন (Telecom Manufacturing Zone):

তিনি বলেন, প্রায় ৩৫০ একর জায়গ জুড়ে নির্মিত হতে চলা এই জোনটির (Telecom Manufacturing Zone) নির্মাণকাজের ফলে প্রায় ১২,০০০ কোটি টাকার বিনিয়োগ আসবে এবং ৫,০০০-এরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। এই টেলিকম ম্যানুফ্যাকচারিং হাবটি গোয়ালিয়রের স্পেশাল এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি (SADA) এলাকায় নির্মিত হবে। যেখানে টেলিকম সেক্টরের সাথে সম্পর্কিত সরঞ্জাম এবং আনুষাঙ্গিক বিষয় যেমন সিম কার্ড, চিপস, অ্যান্টেনা, মোবাইল ফোন ইত্যাদি তৈরি করা হবে এবং 6G প্রযুক্তি সম্পর্কিত গবেষণা ও বিকাশ সংক্রান্ত কাজ করা হবে।


Telecom Manufacturing Zone update India.

এই প্রসঙ্গে রাজ্য সরকারের একজন উচ্চ আধিকারিক বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন যে, TMZ (Telecom Manufacturing Zone)-এর জন্য ২৭১ একর SDA এবং ৭০ একর গোয়ালিয়র আইটি পার্ক জমি মধ্যপ্রদেশ শিল্প নীতি ও বিনিয়োগ প্রচার বিভাগ (MPIDC) -র কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: “নাম-ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালায়”, কাশ্মীরে জঙ্গি হামলার হাড়হিম করা বিবরণ জানালেন পর্যটক

এদিকে, এর আগে সোমবার, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সভাপতিত্বে এই বিষয়ে একটি বৈঠক সম্পন্ন হয়। যেখানে ডিক্সন থেকে শুরু করে এরিকসন, ভায়াকন, ভিভিডিএন ও তেজসের মতো একাধিক বড় কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী বলেন যে, আগামী ২৭ এপ্রিল ইন্দোরে সম্পন্ন হতে চলা আইটি কনক্লেভে, টেলিকম সেক্টরের শিল্পপতি এবং বিনিয়োগকারীদের TMZ সম্পর্কিত বিনিয়োগের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন: IPL ২০২৫-এ এই দলের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হল চিঠি

পাশাপাশি, ওই বৈঠকে উপস্থিত একজন উচ্চ আধিকারিক বলেন যে, গোয়ালিয়রের ভৌগোলিক অবস্থান এই প্রকল্পের (Telecom Manufacturing Zone) জন্য উপযুক্ত। তিনি জানান, সেখান দিয়ে যাওয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে আগ্রা এবং গোয়ালিয়রের মধ্যে দূরত্ব ৫০ মিনিটের মধ্যে অতিক্রম করবে। অন্যদিকে, নয়ডার জেওয়ারে নির্মিত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগবে। তিনি বলেন এই বিষয়গুলি সাশ্রয়ী মূল্যে কোম্পানিগুলির সরবরাহ সংক্রান্ত চাহিদা পূরণে সহায়তা করবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X