সব মসজিদে খোদাই চলবে, নিষিদ্ধ হবে উর্দু! ওয়াইসিকে চ্যালেঞ্জ বিজেপি নেতার

বাংলা হান্ট ডেস্কঃ দেশে মন্দির-মসজিদ এবং মাদ্রাসা নিয়ে বিতর্ক বর্তমানে সকল সীমা ছাড়িয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তে আক্রমণ এবং প্রতি আক্রমণের কারণে একাধিক হিংসার ঘটনা সামনে এসেছে। সম্প্রতি ‘মাদ্রাসা’ শব্দটিকে অপমান করা প্রসঙ্গে মুখ খোলেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি আর এবার উল্টে তাঁকে চ্যালেঞ্জ করে বসলেন তেলেঙ্গানা রাজ্য বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমার। ওআইসিকে চ্যালেঞ্জ করে এদিন তিনি তেলেঙ্গানার প্রতিটি মসজিদে খনন কার্য চালানোর কথা বলেন এবং দাবি করেন, “এখানে রাম রাজ্য প্রতিষ্ঠিত হলে আমরা উর্দু নিষিদ্ধ করব।”

গতকাল করিম নগরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সঞ্জয় কুমার বলেন, “দেশের মাদ্রাসাগুলিতে বর্তমানে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কারণে আমাদের দেশে একের পর এক হিংসা এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে। আমি ওআইসিকে চ্যালেঞ্জ করে বলতে চাই যে, এখন মসজিদগুলি খনন করলেই প্রত্যেকটি জায়গায় শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে। আমরা তেলেঙ্গানায় প্রতিটি মসজিদ খনন করতে চাই আর যদি সেখান থেকে শিবলিঙ্গ পাওয়া যায়, তাহলে আপনি আমাদেরকে এই সকল মসজিদ ছেড়ে দিন।”

সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাদ্রাসা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেন। এর পরেই আসরে নামে ওয়াইসি। তিনি দাবি করেন, “মাদ্রাসাকে আক্রমণ করা খুব নিন্দনীয় ঘটনা। এই প্রতিষ্ঠানগুলিতে বিজ্ঞান, গণিত সহ বিভিন্ন শিক্ষাদান করা হয় পড়ুয়াদের। স্বাধীনতা সংগ্রামে মাদ্রাসাগুলির উল্লেখযোগ্য হাত ছিল।” শুধু তাই নয়, তিনি আরএসএস-কেও আক্রমণ করে একটি ফেসবুক পোস্ট করেন আর ওআইসির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই গতকাল তেলেঙ্গানার বিজেপি রাজ্য সভাপতি তাঁকে চ্যালেঞ্জ করেন বলে মত বিশেষজ্ঞদের।

jpg 20220526 115234 0000

এছাড়াও গতকালের এই অনুষ্ঠানে বিজেপি সাংসদ বলেন, “আমাদের দল যদি তেলেঙ্গানা ক্ষমতায় আসে, তবে আমরা সংখ্যালঘুদের সংরক্ষণের অবসান ঘটাব। রাজ্যে লাভ জিহাদ এবং ধর্মান্তকরণ বন্ধ করা হল আমাদের মূল উদ্দেশ্য। লাভ জিহাদের নামে হিন্দু বোনেদের প্রতারণার শিকার হতে হয়, আমরা এটা সহ্য করব না।” এছাড়াও বিজেপি নেতার বক্তব্যে এদিন কাশ্মীরি ফাইলস মুভির প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, “সম্প্রতি ‘কাশ্মীরি ফাইলস’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে, যেখানে কাশ্মীরি পণ্ডিতদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। আমরাও খুব শীঘ্র ‘রাজাকার ফাইলস’ সিনেমা বানাব। এখানে তাদের দ্বারা হিন্দু সমাজের ওপর নৃশংস অত্যাচারের কথা তুলে ধরা হবে।”


Sayan Das

সম্পর্কিত খবর