ভাইরাল ভিডিও: অভিনব প‍্যারেড, তেলেঙ্গানা পুলিসের কান্ড দেখে হেসে কুটোপাটি নেটজনতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পুলিস প‍্যারেড (parade) তো অনেকেই দেখেছি আমরা। কিন্তু এমন অভিনব প‍্যারেড আগে কেউ কখনও দেখেছেন কি? সোশ‍্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে তেলেঙ্গানা পুলিসের (telengana police) এই অভিনব কায়দায় প‍্যারেড। ভিডিও দেখে হাসি ফুটেছে নেটিজেনের মুখে।
তেলেঙ্গানা রাজ‍্য পুলিসের প‍্যারেড করার ভিডিও এখন তুমুল ভাইরাল হচ্ছে সোশ‍্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, যে ইনস্ট্রাক্টর প‍্যারেড করাচ্ছেন তিনি নিজের আলাদা একটা আন্দাজেই আরও আকর্ষনীয় ও মজাদার করে তুলেছেন।


প‍্যারেডের সঙ্গে সঙ্গে ইনস্ট্রাক্টর নিজেই নানান কসরত করছেন। প‍্যারেডরত জওয়ানরাও তাঁর নির্দেশ পালন করছে অক্ষরে অক্ষরে। ভিডিওটি দেখেই বোঝা যায় তারাও বেশ উপভোগ করছে এই মজাদার প‍্যারেড। সেই সঙ্গে চোখে পড়েছে তাদের অসাধারন ফিটনেস ও দ্রুততা।
এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। ৭ লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে। ৩ হাজারের বেশিবার শেয়ার ও ৪ হাজার লাইক পড়েছে ভিডিওতে।

প্রসঙ্গত, এর আগে ভাইরাল হয়েছিল মধ‍্যপ্রদেশের এক ট্রাফিক পুলিস রঞ্জিত সিংয়ের ভিডিও। ট্রাফিক সামলানোর জন‍্য তিনি ডিউটিরত অবস্থাতেই নাচতে শুরু করেন রাস্তায়। এতে সকলের মনোযোগ তাঁর ওপর গিয়ে পড়ে। মানুষ তাঁকে সম্মান জানিয়ে ট্রাফিক সিগনালও মেনে চলে। তাঁর দেখাদেখি ছত্তিশগড়ের ট্রাফিক পুলিস মহম্মদ মহসিন শেখও নিজের আলাদা আন্দাজে ট্রাফিক সামলানো শুরু করেন।

সম্পর্কিত খবর

X