কামাল করতে পারল না ‘কথা’! হাড্ডাহাড্ডি লড়াই পর্ণা-ফুলকির, TRP লিস্টে কে হল সেরার সেরা?

বাংলাহান্ট ডেস্ক : গত সপ্তাহে টিআরপি লিস্টে প্রথমবারের জন্য প্রথম স্থান দখল করেছিল সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যের কথা। তবে স্টার জলসার (Star Jalsa) এই সিরিয়াল চলতি সপ্তাহের টিআরপি লিস্টে নেমে গেছে নিচের দিকে। জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক ফের একবার দখল করে নিল সেরার সেরা জায়গা।

চলতি সপ্তাহে টিআরপি (Television Rating Point) তালিকায় প্রথম স্থান দখল করেছে নিম ফুলের মধু। এই ধারাবাহিকের রেটিং ৬.৯। এই ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে পর্ণাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে মৌমিতা। তাই স্মৃতি হারিয়ে গেছে পর্ণার। তাঁর মনে নেই স্বামী, বাচ্চা বা পরিবারের কথা। এসব কিছু নিয়েই চলতি সপ্তাহে দর্শকদের খুব পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে নিম ফুলের মধু।

আরোও পড়ুন : অগ্নিমূল্য আলু! হু হু করে দর বাড়তেই মাথায় হাত মধ্যবিত্তের, দাম শুনলেই আঁতকে উঠবেন

টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি, এই ধারাবাহিকের রেটিং ৬.৫। গত সপ্তাহের টপার কথা ধারাবাহিকটি এ সপ্তাহে নেমে এসেছে তালিকার তৃতীয় স্থানে। এই ধারাবাহিকে সাহেব আর সুস্মিতার রোম্যান্স এখন মূল ইউএসপি। তালিকায় যৌথভাবে চতুর্থ স্থান দখল করেছে কোন গোপনে মন ভেসেছে আর গীতা এলএলবি। জগদ্ধাত্রী সিরিয়াল রয়েছে টিআরপি তালিকার ৫ নম্বর স্থানে।

trp 2

টিআরপি লিস্টের সেরা ১০:

প্রথম: নিম ফুলের মধু ৬.৯

দ্বিতীয়: ফুলকি ৬.৫

তৃতীয়: কথা ৬.৩

চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে, গীতা এলএলবি ৬.২

পঞ্চম: জগদ্ধাত্রী ৫.৯

ষষ্ঠ: অনুরাগের ছোঁয়া ৫.৩

সপ্তম: বঁধূয়া ৫.২

অষ্টম: জল থই থই ভালোবাসা ৪.৮

নবম: রোশনাই ৪.৫

দশম: আলোর কোলে ৪.৪

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর