করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে মহেশ বাবু, প্রয়াত অভিনেতার বড় দাদা রমেশ বাবু

বাংলাহান্ট ডেস্ক: আবারো স্বজন হারানোর কষ্ট বিনোদন ইন্ডাস্ট্রিতে। নিজের বড় দাদাকে হারালেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু (mahesh babu)। লিভারের রোগ ঘটিত সমস‍্যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা তথা প্রযোজক রমেশ বাবু (ramesh babu)। শনিবার রাতে সোশ‍্যাল মিডিয়ায় তাঁর প্রয়াণের দুঃসংবাদ জানানো হয় পরিবারের তরফে। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে লিভারের অসুখে ভুগছিলেন রমেশ বাবু। কিন্তু তাঁর এমন আচমকা প্রয়াণ মেনে নিতে পারছেন না অনেকেই। মহেশ ও রমেশ বাবুর পরিবারের তরফে সোশ‍্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে জানানো হয় এই খবর। পরিবারের প্রযোজনা সংস্থা জি এম বি এন্টারটেনমেন্ট বিবৃতিটি প্রকাশ করে সোশ‍্যাল মিডিয়ায়। বিবৃতিতে অনুরাগী ও শুভাকাঙ্খীদের আবেদন করা হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শেষকৃত‍্যে ভিড় না জমাতে।

88781812
বাজার রাউডি, মুগ্গুরু কোদুকুলুর মতো ছবিতে অভিনয় করেছিলেন রমেশ বাবু। তবে ১৯৯৭ সালেই তিনি অভিনয় ছেড়ে দেন। তখন থেকে শুরু করেন ছবি প্রযোজনা। দুঃসংবাদ পেয়ে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা অভিনেত্রীই শোক জ্ঞাপন করেছেন। মহেশ বাবু এবং তাঁর পরিবারকে এই কঠিন পরিস্থিতিতে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।

https://twitter.com/GMBents/status/1479872245820321793?t=uzFx80At9C_dGkIX8Z-MBA&s=19

উল্লেখ‍্য, দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন মহেশ বাবু। জানিয়েছিলেন, সমস্ত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও করোনা পজিটিভ তিনি। মৃদু উপসর্গও রয়েছে তাঁর। নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। এর মধ‍্যেই এই খারাপ খবর। এমতাবস্থায় দাদার শেষকৃত‍্যে মহেশ বাবু যোগ দিতে পারবেন কিনা তা নিশ্চিত নয় এখনো।


Niranjana Nag

সম্পর্কিত খবর