বাংলা হান্ট ডেস্কঃ কথায় আছে, মাঘের শীত বাঘের গায়ে! কিন্তু এখনও অবধি তেমন কিছু চোখেই পড়ছে না (South Bengal Weather)। কনকনে ঠাণ্ডা (Winter) তো দূর, উল্টে একটু একটু বাড়ছে আবহাওয়ার পারদ। এই আবহে সামনে এল বড় আপডেট। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে আগামী কয়েকদিন হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভূত হওয়ার কোনও সম্ভাবনা নেই (Weather Update)।
আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (South Bengal Weather)?
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আপাতত শীতের ‘কামব্যাকে’র কোনও সম্ভাবনা নেই। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে নতুন সপ্তাহে বাংলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তবে আপাতত জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে না বলেই জানা যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন তাপমাত্রার বিশেষ বদল হবে না। আবহাওয়ার পারদ না নামলেও কুয়াশার দাপট থাকবে বলে জানানো হয়েছে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হাড়কাঁপানো ঠাণ্ডা পড়ার সম্ভাবনা নেই। কলকাতা এবং গাঙ্গেয় বঙ্গে সেভাবে শীত থাকবে না বলেই আপাতত জানা যাচ্ছে। তবে ঠাণ্ডা না পড়লেও, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই।
আরও পড়ুনঃ ‘শেষদিন অবধি আমায় ধরে রাখতে চেয়েছিল’! তৃণমূল কেন ছাড়েন? এতদিনে ‘সত্যি’টা জানালেন শুভেন্দু
এদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) কথা বলা হলে, সেখানকার জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কিছু কিছু জেলায় অল্প কুয়াশা পড়তে পারে। তবে ঘন কুয়াশার সতর্কতা কোথাও নেই। ফলে দৃশ্যমানতা একটু একটু করে বৃদ্ধি পাবে।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। সিকিমের ওপর তার প্রভাব পড়তে পারে। এর ফলে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী শুক্রবার ও শনিবার দার্জিলিংয়ে অল্পবিস্তর বর্ষণ হতে পারে। সেই সঙ্গেই তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলে।
সব মিলিয়ে আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার থেকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। যে কারণে ফের তাপমাত্রার পারদ চড়তে পারে (South Bengal Weather)। তবে সপ্তাহান্তে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতের ফলে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন তাপমাত্রা মোটের ওপর একই থাকবে বলে পূর্বাভাস।