লাল বিকিনিতে উষ্ণতা বাড়াচ্ছেন ঋতাভরী

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তারকাদের তালিকায় প্রথম সারিতেই যিনি থাকবেন তাঁর নাম ঋতাভরী চক্রবর্তী। তাঁকে চেনে না এমন মানুষ খুঁজলে হয়তো একজন বা দুজন পাওয়া যাবে। একের পর এক ছবি দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও অনুরাগীদের কীভাবে মাতিয়ে রাখতে হয় তা খুব ভালোভাবেই জানেন ঋতাভরী। সম্প্রতি তাঁর নতুন ছবিতে রাতের ঘুম উড়েছে নেটিজেনদের।

https://www.instagram.com/p/B5jjwY9n1tm/?utm_source=ig_web_copy_link

সুইমিংপুলে লাল বিকিনি পরে ছবি শেয়ার করেছেন ঋতাভরী চক্রবর্তী। সঙ্গে মানানসই লাল লিপস্টিক ও কালো সানগ্লাস। ব্যস এতেই কাত নেটিজেনরা। এমন ছবি ভাইরাল হবে না তা কি হয়? ইতিমধ্যেই ৮০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ছবি। কেউ কেউ বলছেন, ঋতাভরীই নাকি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ। আবার কারওর মতে জলেও আগুন ধরাচ্ছেন তিনি।

https://www.instagram.com/p/B5RuLDRH2nQ/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B5AtHzbnxjd/?utm_source=ig_web_copy_link

অভিনয় জগতে ঋতাভরীর প্রবেশ টেলিভিশন ধারাবাহিক এর হাত ধরে। ধারাবাহিকের নাম ছিল ‘ওগো বধূ সুন্দরী’। তবে তারপর থেকে ধারাবাহিকে তাঁকে আর তেমন দেখা যায়নি। তাঁর ছবির সংখ্যাও হাতে গোনা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর একাধিপত্য।

1080full ritabhari chakraborty

ওগো বধূ সুন্দরীর পর মেকওভারের পরে যখন ফিরে এলেন তখন প্রায় চেনাই যায়না ঋতাভরীকে। এর পরেই বিভিন্ন ফটোশুট ও অ্যাডের শ্যুটে নজর কাড়েন তিনি। আয়ুষ্মান খুরানার সঙ্গে গানের ভিডিয়ো ও কালকির সঙ্গে একটি ওয়েব সিরিজেও দেখা যায় ঋতাভরীকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর